দিনাজপুরের চিরির বন্দর উপজেলার আমবাড়ী হাটের পাশে, যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার।
মোঃ আমজাদ হোসেন
চিরির বন্দর উপজেলা প্রতিনিধি দিনাজপুর।
দিনাজপুরের চিরির বন্দরে আমবাড়ি হাটের, তেলের পাম্পের পাশে হেরিটেজ এক্সপ্রেস নামক আনুমানিক সময় ভোর ৫:৫০ মিনিটে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে যায়।
এই দুর্ঘটনায়, গণধিকার পরিষদের, মুখপাত্র ফারুক সহ বেশ কয়েকজন আহত হয়েছে, দুর্ঘটনার পরপরই ফেসবুক লাইভে এসে বিষয়টি জানান গণধিকার পরিষদের এই মুখপাত্র।