কৃষক দলের সাধারণ সম্পাদক চিকিৎসার অভাবে, মৃ,ত্যু,র সাথে পাঞ্জা নিচ্ছে মোঃ রবিউল ইসলাম।
মোঃ সুরুজ -ঝিনাইদহ প্রতিনিধি।
ঝিনাইদহ সদর উপজেলা ২,নং মধুহাটি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলামের স্ত্রী জানান স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে আমার স্বামী পুলিশের নির্যাতনের শিকার হয়ে আজ মৃত্যুর সাথে পাঞ্জা নিচ্ছে। আমার স্বামী স্বৈরাচার হাসিনার মামলা হামলা জেল জরিমানা শত নির্যাতনের শিকার হয়েও দলের দুর্দিনে দলের হাল ছাড়েনি আজ তিনি মৃত্যুর পথযাত্রী, তিনি ৩,বার জেলে যান ২০২৩ সালে পুলিশ বাড়ি থেকে গ্রেপ্তার করে তার উপর চরম নির্যাতন চালায় তার ঘাড়ে আঘাত করলে ঘাড়ের শীড় ক্ষতিগ্রস্ত হয়ে যায় পরবর্তী তিনি শারীরিক অসুস্থ হয়ে পড়ে প্রথমে তার কথা বলা বন্ধ হয়ে যায় পরবর্তী সরিলের বিভিন্ন অঙ্গ আস্তে আস্তে নষ্ট হতে থাকে তার দুই হাত ও দুই পায় অবাশ হয়ে যায়, বর্তমান তার অবস্থা আশংকাজনক, তার প্রতি মাসে ঔষধের খরচ প্রায় ২১ হাজার টাকা, আমাদের সর্বশেষ সম্পত্তির টুকু বিক্রয় করে চিকিৎসা ব্যয় করেছি। মোঃ রবিউল ইসলাম স্ত্রী বলেন, আমার একটি ছেলে একটি মেয়ে ছেলেটি একটি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিচ্ছেন, বর্তমান সংসারে উপার্জন করার মতো কেউ নেই, আমার স্বামী ও সন্তানদের নিয়ে খেয়ে না খেয়ে খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি আমার স্বামী কে অতি দ্রুত উন্নত চিকিৎসার না করালে তাকে আর বাঁচানো সমভব নয়।
তিনি সকলের কাজে চিকিৎসার জন সহযোগিতা চান।মোবাইল নং ০১৭২৫৭১৬৭২৯