বরিশালের হিজলা উপজেলায় শুক্রবার (২২ আগস্ট) দুপুরে “সান এক্সরে এন্ড ডায়াগনস্টিক সেন্টারের” সভাকক্ষে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টারের শেয়ারহোল্ডারগণ, ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ মীর আবদুল মাজেদ, পরিচালক কাজী নজরুল ইসলাম ও
মোঃ নাসির হাওলাদার।
সেন্টারের পক্ষ থেকে দুই কৃতিসন্তান ডা. মীর মাজহারুল ইসলাম রনি ও ডা. মোঃ মুনিরুজ্জামান মুনকে সম্মাননা প্রদান করা হয়েছে। ডা. রনি এমডি (কার্ডিওলজি) পাশ করেছেন এবং ডা. মুনিরুজ্জামান রয়েল কলেজ অব ফিজিশিয়ান, লন্ডনের বিশেষ সম্মান সূচক ডিগ্রি MRCP(UK) অর্জন করেছেন।
ডা. রনি বর্তমানে ঢাকার বারডেম হাসপাতালে এবং ডা. মুনিরুজ্জামান বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। তবে দুজনই প্রতি শুক্রবার হিজলা উপজেলায় এসে স্থানীয় জনগণকে চিকিৎসা সেবা দিচ্ছন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মীর আবদুল মাজেদ বলেন, আমার সন্তানতুল্য “এই দুই বিশেষজ্ঞ ডাক্তার হিজলা উপজেলায় রোগীদের সেবা দিয়ে আসছেন। তাদের অর্জন ও সমাজসেবার জন্য সম্মাননা প্রদান আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশের একটি প্রচেষ্টা মাত্র। ”
উক্ত অনুষ্ঠানে শেয়ারহোল্ডারগণ ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তারা উভয়ের সফলতা ও এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ সেবা প্রদানের জন্য প্রশংসা করেন। সভায় বক্তাগন ডা. দুজনের উন্নতি ও সুস্থতা কামনা করেন। শেষে তাদের হাতে পরিচালকগন সম্মাননা ক্রেস্ট তুলে দেন।