নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় ভুয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, গোলনা ভুমি ইউনিয়ন কর্মকর্তার ছোট ভাই।
জেলা প্রতিনিধ নীলফামার।
নীলফামারী জেলা জলঢাকা উপজেলা ৪ নং ইউনিয়নে ভুয়া ইউনিয়ন ভুয়া ভূমি কর্মকর্তা।। মোঃ জিয়াউর রহমান জিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তার ছোট ভাই। গোলনা ইউনিয়নের সাধারণ জনগণ ভূমির কাগজ না বুঝার কারণে জিয়াউর রহমান জিয়া সকল সেক্টরের মমির কাগজের দুর্নীতির আক্রান্ত গড়ে তুলেছেন। এবং খারজনি বন্দোবস্তের ব্যাপারে একজন ভূমিহীন ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা করে আদায় করেন। মৌজা কালীগঞ্জ গোলনা, মৌজা খারিজা গোলনা, ওয়াটার বিভিন্ন জায়গা থেকে ফারিজ নামে কেস থেকে ৮ থেকে ১০ হাজার করে টাকা আদায় করেন। অথবা হুমকি ধামকি মামলা মোকদ্দমার ভয় দেখান। আপনাদের কোন জমি জায়গা থাকবে না, পাবেন না, এরকম কথা বলে টাকা আদায় করেন। সকল কাজের মূল হোতা তার বড় ভাই মোঃ জহিরুল ইসলামের কথা বলেই সবাইকে জানান।
বিভিন্ন জায়গায় জানা যায়। ২০১৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত এরা তিন ভাই মুন্না ইউনিয়নটার আধিপত্য বিস্তার করেছেন। এনাদের বিরুদ্ধে এডিসি, অভিযোগ জানা গেলেও কোন তদন্ত কখনো ব্যবস্থা করেন নি, এবং উপজেলায় ভূমি কর্মকর্তা কমিশনার ভূমি, এসিলেন্ট বলার পরেও লিখিতভাবে এবং মৌখিকভাবে জানানোর পরে এনার কোনো ব্যবস্থা করেন নাই। ১৮/৫/২০২৫ইংতারিখে নীলফামারী জেলা এডিসি মহোদয় কে জানানো হয়। জানান গোলনা ইউনিয়নের ভুক্তভোগী পরিবার রা। এ বিষয়ে জানার পরে ইউনিয়ন ভূমিকম্প কর্মকর্তা ও তার ছোট ভাই এলাকাবাসীর পর ক্ষিপ্ত হয়ে আর অত্যাচার শুরু করেন। কেউ কিছু বলতে গেলেই তাদের উপর চড়াও হন। এলাকাবাসীর জর দাবি। এনার আইনত ব্যবস্থা নেওয়ার জন্য