পঞ্চগড়ে জাবেদ হ,ত্যা মা,মলার কিশোর গ্যাং এর লিডার সহ তিন আসামি দিনাজপুরে গ্রেফতার
পঞ্চগড় জেলার সদর থানার চাঞ্চল্যকর জাবেদ হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
র্যাব জানায়, গতকাল (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১৩ এর সিপিসি-২ নীলফামারী ও সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের যৌথ অভিযানে দিনাজপুর জেলার কোতোয়ালী থানার বড় মাঠ এলাকা থেকে এজাহারনামীয় আসামি নূর রাব্বী (২৬), আবু তালেব (২৫) এবং কামাল হোসেন (৪০) কে গ্রেফতার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, নিহত জাবেদ উমর জয় ও তার বন্ধুরা আসামিদের মাদক ব্যবসা ও চাঁদাবাজির প্রতিবাদ করলে ক্ষুব্ধ হয়ে আসামিরা তাকে হত্যার পরিকল্পনা করে। মুরগী কামাল ও নুর রাব্বী এই কিশোর গ্যাং এর নেতৃত্ব দিয়ে আসছে বহুদিন ধরে।নতুন বস্তি এলাকার মানুষ তাদের অত্যাচারে এলাকায় শান্তিতে বসবাস করতে পারছে না। যুব সমাজ ধ্বংস করছে এই কিশোর গ্যাং। মাদক জুয়ার গডফাদার হিসেবে পরিচিত এলাকায়।এর আগে এদের নামে একাধিক অভিযোগ রয়েছে পঞ্চগড় সদর থানায় । গত ৬ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে আসামিরা মোবাইল ফোনে ডেকে এনে পঞ্চগড় শহরের সিনেমা হল মার্কেটের সামনে ধারালো ছোরা দিয়ে জাবেদের শরীরে একাধিক আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে রংপুরে নেওয়ার পথে জাবেদ মারা যান।
ঘটনার পর নিহতের বড় ভাই বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে আলোচিত হয়। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।