গাজীপুরে শহীদ সাংবাদিক “তুহিন চত্ত্বর” ঘোষণা ও দ্রুত বিচারের দাবিতে শনিবার পথসভা।
হুমায়ুন কবির/ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
ঢাকা, বুধবার, (২০ আগস্ট) ও আগামী শনিবার (২৩ আগস্ট) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর একটি প্রতিনিধি দল গাজীপুর ও ময়মনসিংহে শহীদ সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেবে।
শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন যিনি গাজীপুরে সন্ত্রাসী হামলায় নৃশংস ভাবে নিহত হন ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং হত্যার দ্রুত বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। কর্মসূচির সূচি হলো: সকাল ৯:৩০টা : গাজীপুর চান্দনা চৌরাস্তায় পথসভা এবং ঘটনাস্থলকে আনুষ্ঠানিক ভাবে “শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর” ঘোষণা ও বৃক্ষরোপণ।
সকাল ১০:০০টা : শ্রীপুরের মাওনা চৌরাস্তায় পথসভা।
সকাল ১১:০০টা : ময়মনসিংহের ভালুকা চৌরাস্তা পথসভা।
সকাল ১১:৩০টা : ত্রিশাল বাসস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হবে।
জোহর নামাজের পর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে শহীদ সাংবাদিক তুহিনের বাড়ি গিয়ে কবর জিয়ারত, দোয়া মাহফিল ও তবারক বিতরণ।
এসময় প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন জেলা শাখার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।