রাতের আধারে গায়েব হয়ে যাচ্ছে গাজীপুর রাজবাড়ী মাঠের মুল্যবান গ্রিল
রাকিব আহমেদ
স্টাফ রিপোর্টার
গাজীপুর
গাজীপুর জেলার ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠ এখন একটি দর্শনীয় স্থান, এই মাঠ অনেক ইতিহাসের সাক্ষী, ভাওয়াল রাজার এই মাঠে অনুষ্ঠিত হতো বিভিন্ন রাজকীয় প্রোগ্রাম, বসতো মেলা, রথের মেলার চাপ অনেক সময় এখানে এসেও পড়তো
আবার সেই ব্রিটিশ আমল থেকে গাজীপুর এর বিভিন্ন রাজনৈতিক ঐতিহাসিক যেকোনো সমাবেশ এখানেই হতো, তবে এটা ছিলো উন্মুক্ত মাঠ, আগে এখানে গরুর হাটও বসতো, কিন্তু বেশ কয়েকবছর আগে এটাকে সীমানা প্রাচীর দেয়া হয় এবং সম্পুর্নভাবে উন্মুক্ত রোধ করা হয়
এখন প্রতিদিন বিকেল বেলা দর্শনার্থীরা ঘুরতে যায় ফুচকা খায়, বিকেলের নাস্তা করে রাত পর্যন্ত
কিন্তু ইদানীং লক্ষ্য করা যাচ্ছে সীমানা প্রাচীরের কিছু গ্রিল অদৃশ্য হয়ে যাচ্ছে, এটা চুরি হয়ে যাচ্ছে
রাজবাড়ী মাঠের দর্শনার্থী এবং আশেপাশের যারা রয়েছেন তাদের দাবী বিষয়টা যেন কর্তৃপক্ষ তাদের নজরে আনেন এবং চুরি রোধে দ্রুত ব্যবস্থা নেন