1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:১১ অপরাহ্ন

দুপচাঁচিয়ায় বাজার স্থান নির্ধারণ ও সংকট সমাধানের আলোচনা সভা

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

দুপচাঁচিয়ায় বাজার স্থান নির্ধারণ ও সংকট সমাধানের আলোচনা সভা

মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার :

২১ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার দুপুর ২টা হতে বিকেল ৩টা পর্যন্ত দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে ব্যবসায়ী সমাজ, রাজনৈতিক স্টেকহোল্ডার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনার মূল বিষয় ছিল দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ডে বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশের অবৈধ কাঁচা বাজার, মৎস্য আড়ৎ,খুচরা মাছের বাজার ও মাংসের দোকানসহ অন্যান্য বাজারের সমস্যা, নতুন করে বাজারের স্থান নির্ধারণ এবং উদ্বুদ্ধ পরিস্থিতি নিরসন। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে দুপচাঁচিয়া সিও অফিস মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে প্রায় ৬০ শতক পরিত্যক্ত সরকারি জমিতে কাঁচা বাজার, খুচরা মাছ বাজার, মাংস, মুরগি ও পান বাজার স্থানান্তর করা হবে। এছাড়া সভায় শর্তসাপেক্ষে সিদ্ধান্ত হয়, আগামী ৮ দিনের মধ্যে ব্যবসায়ীগণ নতুন বাজারে অবস্থান করবেন এবং এ বিষয়ে ব্যবসায়ীরা বিকেল ৩টার সময় উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত মুচলেকা প্রদান করেন। এর পূর্বে দুপুর ১২টায় দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ডে বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেন,মোঃ শাহরুখ খান, উপজেলা নির্বাহী অফিসার দুপচাঁচিয়া, বগুড়া,বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত ছিলেন। উক্ত দোকানপাট সরিয়ে দিয়ে রাস্তার পাশে রেলিং স্থাপন এবং কাজের অগ্রগতি পরিদর্শন করেন। সভায় উপস্থিত ছিলেনঃ মোঃ শাহরুখ খান উপজেলা নির্বাহী অফিসার। মোঃ ফরিদুল ইসলাম অফিসার ইনচার্জ, দুপচাঁচিয়া থানা। এ কে এম মনিরুল ইসলাম খান স্বপন সভাপতি, দুপচাঁচিয়া উপজেলা বিএনপি। মোঃ ওমর আলী আমীর, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতে ইসলামী।
মোঃ জাহাঙ্গীর আলম সাবেক মেয়র, দুপচাঁচিয়া পৌরসভা। মোঃ আফসার আলী আহ্বায়ক, দুপচাঁচিয়া উপজেলা যুবদল।মোঃ আখতারুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক, দুপচাঁচিয়া পৌর বিএনপি।
নুর মোহাম্মদ আবু তাহের চেয়ারম্যান, গুনাহার ইউনিয়ন ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী। মোঃ আদিল বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি।
সিরাজুল ইসলাম সভাপতি, দুপচাঁচিয়া কাঁচা বাজার সমিতি। এই আলোচনা সভার মাধ্যমে দীর্ঘদিনের বাজার সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। সর্বসম্মতিক্রমে নির্ধারিত নতুন স্থানে বাজার স্থানান্তর হলে জনসাধারণ নিরাপদ ও স্বস্তিতে কেনাকাটা করতে পারবেন এবং সড়ক দুর্ঘটনা ও ভোগান্তিও কমবে। ব্যবসায়ী সমাজ, রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দুপচাঁচিয়ার সার্বিক বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট