দিবসটি উপলক্ষে বুধবার (২০ আগষ্ট) বিকাল ৪ টায় উপজেলার শিল্পকলা একাডেমি চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালামের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামীর বাংলাদেশ বিনির্মানে তারেক রহমানের নেতৃত্বে সেচ্ছাসেবক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রুহুল আমিন পাড়, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মহাসিনল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন,
উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইদুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিদুল হক লিটু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার কর্মী সমর্থকবৃন্দ। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় ও এক বর্ণাঢ্য র্যালি উপ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দীর্ঘদিন পর প্রকাশ্যে জাকজমকপূর্ণ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পেরে উচ্ছাস প্রকাশ করেন।