তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সমাজে বৈষম্য দূর হবে। জনগণের দুঃখ-দুর্দশা লাঘব হবে এবং দেশ পরিণত হবে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে। এই কর্মসূচি দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করতে সিলেট জেলা যুবদলের আওতাধীন বিভিন্ন উপজেলায় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধানিত সময়ে কমিটি অনুমোদন দেওয়া হবে। সেই লক্ষ্যে দলের প্রতিটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় বিয়ানীবাজার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিয়ানীবাজার উপজেলা যুবদলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং সিলেট জেলা যুবদলের অধীনস্থ বিয়ানীবাজার উপজেলা যুবদলের কমিটি গঠনে লক্ষ্যে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, ৩১ দফা শুধুমাত্র রাজনৈতিক ঘোষণা নয়, শোষণ থেকে জনগণের মুক্তির আন্দোলন। আমরা সবাই মিলে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেবো। প্রকৃত গণতন্ত্র, দেশের সমৃদ্ধি এবং জনগণের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে ধানের শীষের বিকল্প কিছু নেই। এই কর্মসূচি একটি সাম্যভিত্তিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের বাস্তব রূপরেখা।
বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল করিম তাজুল এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাষ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা যুবদলের সহ সভাপতি হাবিবুর রহমান রুমেল, মীর্জা জাহিদুর রহমান, ডি এইচ খান মিশু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এখলাছুর রহমান মুন্না, মোঃ কামরান হোসেন হেলাল, এনামুল হক চৌধুরী শামীম, সেলিম আহমদ সেলু, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, জেলা যুবদলের ১ম সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, আতাউর রহমান, কবির আহমদ চৌধুরী উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, দপ্তর সম্পাদক,
মোঃ রেদওয়ান আহমদ, রোমান আহমদ রাজু, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক সাজিব আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদরুল আলম, মৎস্য পশুপালন বিষয়ক সম্পাদক খায়রুল আলম, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাবের আহমদ, মহানগর যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু শাহিন, সহ সাংগঠনিক সম্পাদক তানবীর আহমদ, সিলেট জেলা যুবদলের সিনিয়র সদস্য জাহেদ আহমদ, সদস্য এ বি কালাম, সিলেট ল’কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল আহাদ শোয়েব।
উপজেলা যুবদলের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক, বাবর আহমদ চৌধুরী, সাব্বির আহমদ চৌধুরী, সোহেল আহমদ, আব্দুল গনি, জাকারিয়া আহমদ, এনাম উদ্দিন দিলাল, এম হাসানাত জামিল, নুরুল আমিন প্রমুখ। এছাড়াও কর্মী সভায় বিয়ানীবাজার উপজেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি