সুমন্ত তংচংগ্যা (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে আলীকদম বাজারের জনকল্যাণ ফার্মেসী চত্বরে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবুল বশর এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরোয়ার জাহান খোকা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন” বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আনিসুর রহমান মোহন। বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের আরেক যুগ্ম-আহবায়ক ইমরান তালুকদার। বান্দরবান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফ হোসেন রুবেল। আলীকদম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো.আনছার আহমদ।
র্যালি ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন” আলীকদম উপজেলা শ্রমিক দলের আহবায়ক সুরত আলম। উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আব্দু শুক্কুর। উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. ছোটন। স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সন্তোষ কান্তি”সহ স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি আরও বর্ণিল হয়ে ওঠে। আলোচনা সভার শেষে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
এসময় বক্তারা বলেন, বিএনপি সবসময় নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে বিএনপির নেতাকর্মীরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। তবে শুধু ভোট নয়, যে কোনো প্রতিকূল পরিস্থিতিও মোকাবিলা করার জন্য নেতাকর্মীরা যাতে সাংগঠনিকভাবে প্রস্তুত থাকেন- সেটাকে বেইজ করেই স্বেচ্ছাসেবক দল কাজ করছে। এবং এই আয়োজনের মাধ্যমে দলের নেতাকর্মীরা সংগঠনের অতীত গৌরব স্মরণ করে আগামীর সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও বলেন” স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের কল্যাণে কাজ করে আসছে। দেশের এই সংকট কালেও আমরা জনগণের পাশে আছি এবং থাকবো।