উক্ত সভায় সভাপতিত্ব করেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন ও সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ, সাংবাদিক রমেশ কুমার পার্থ, সাংবাদিক মোশারফ কবির, সাংবাদিক রফিকুল ইসলাম মোড়ল, সাংবাদিক শামসুজ্জামান বাবুল, সাংবাদিক মুখলেছুর রহমান, সাংবাদিক আহসান কাদের মাহমুদ, সাংবাদিক এ হান্নান আল আজাদ, আকরাম হোসেন প্রমুখ।
মত বিনিময় সভায় বক্তারা বলেন, মাছ বাংলাদেশের জাতীয় সম্পদ ও এটি প্রাণিজ প্রোটিনের অন্যতম উৎস। এ ক্ষেত্রে সরকার মৎস্য খাতের উন্নয়নে উল্লেখযোগ্য বিভিন্ন ভূমিকা নিয়েছেন। এছাড়াও তারা আরো বলেন, মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলাশয় সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার বন্ধ সহ অভয়শ্রম রক্ষায় কার্যকর ভুমিকা নেওয়া প্রয়োজন।
এছাড়াও সভায় তরুণ উদ্যোক্তা ও মৎস্য চাষীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মাছের বংশবিস্তার ও সংরক্ষণে জনসচেতনতা গড়ে তোলা সহ নিয়মিত অভিযান পরিচালনা ও নিষিদ্ধ মাছ চাষ এবং বাজারজাতকরণ বন্ধে গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও উক্ত মত-বিনিময় সভায় উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।