টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ধলাপাড়া সরিষা গ্রামের ১৫০টি দুয়ারী জাল পুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত
আঃ হালিম আতিক
জেলা প্রতিনিধি টাঙ্গাইল।
টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলায় ধলাপাড়া সরিষা আটা বইল্লা বিলে মা মাছ ধ্বংসকারী ১৫০টি দুয়ারী জাল ধ্বংস করে দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার ধলাপাড়া সরিষা আটা বইল্লা বিলে এ অভিযান পরিচালনা করা হয়। জাল গুলোর আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার ধলাপাড়া সরিষা আটা বইল্লা বিলে প্রশাসনের নিষেধ থাকা সত্বেও মাছ ধ্বংসকারী দুয়ারী জাল ব্যবহার করে আসছে। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে অভিযান চালিয়ে ১৫০টি দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করে দেন। অভিযান পরিচালনা সময় সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. আতিয়ার রহমান ও আইন শৃংখলা রক্ষা বাহিনী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাইদ জানান, যদি কেউ আইন অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।