কুতুবদিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা সম্পন্ন
সংবাদদাতাঃ কুতুবদিয়া, কক্সবাজার।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে কুতুবদিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমার নেতৃত্বে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, সহকারী কমিশনার সাদাত হোসেন ও কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ আরমান হোসেন।
বক্তব্য রাখেন, কুতুবদিয়া মহিলা কলেজর প্রভাষক সাংবাদিক নজরুল ইসলাম, কুতুবদিয়া মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম, উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি জয়নাল আবেদীন কোং,সফল মৎস্য চাষি জাফর আলমসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাছ উৎপাদন বাড়ানো সম্ভব। এতে একদিকে যেমন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে কর্মসংস্থানও বাড়বে।
এছাড়া কুতুবদিয়া উপকূলের ষাট হাজারের বেশি মানুষ সাগরের মৎস্য আহরণের সাথে সরাসরি যুক্ত। সাগরে জেলেদের নিরাপত্তার জন্য জলদস্যুতা রোধে সঠিকভাবে জেলে নিবন্ধনসহ মাছ ধরার ট্রলারগুলোকে সুনির্দিষ্টভাবে প্রশাসনের নজরে রাখার নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সভায় আলোচনা করা হয়।
উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা নাজমুস সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।