রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন মুন্সীগঞ্জের যুবক
আরাফাত ভূঁইয়া শান্ত
জেলা,প্রতিনিধি,মুন্সীগঞ্জ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করছে মুন্সীগঞ্জের,গজারিয়ার এক যুবক। প্রায় এক বছর ধরে ভাড়াটে সৈন্য হিসেবে যুদ্ধক্ষেত্রে রয়েছে সে।
যুবকের নাম মোহন মিয়াজী (২৭)। সে গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের রেফায়েত উল্লাহ মিয়াজীর ছেলে।
খবর নিয়ে জানা যায়,রাজধানী উত্তরার এক ট্রাভেলস এজেন্সির মাধ্যমে ইলেকট্রিশিয়ান হিসেবে এক বছর আগে রাশিয়া গেলেও সেখানে যাওয়ার পর কৌশল করে তাকে যুদ্ধক্ষেত্রে নামতে বাধ্য করা হয়।
বিষয়টি সম্পর্কে মোহন মিয়াজী বলেন, আমি ইলেকট্রিশিয়ান হিসেবে রাশিয়ায় আসি। একটি প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান হিসেবে বেশ কিছুদিন কাজ করার পর আমাকে স্থায়ী করার কথা বলে কিছু কাগজপত্রে আমার স্বাক্ষর নেওয়া হয়। সেগুলো রাশিয়ান ভাষায় লেখা ছিল আমি যার কিছুই বুঝি নাই। বিশ্বাস করে সেই কাগজপত্রে স্বাক্ষর করার পরে জানতে পারলাম এটা আমার স্বেচ্ছায় যুদ্ধে যোগদান করার অনুমতি পত্র। এখন আমি রাশিয়ার হয়ে যুদ্ধক্ষেত্রে রয়েছি। এখান থেকে ফেরার আর কোন পথ নেই’।
সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে বেশ কয়েকজন বাংলাদেশীর প্রাণ হারানোর খবর পাওয়া যায়। বিষয়টি নিয়ে উৎকণ্ঠায় তার পরিবার।