বগুড়ায় ঘুমন্ত যুবককে তুলে নিয়ে দু,র্বৃ,ত্ত,দের ছু,রি,কাঘাতে হ,,ত্যা
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
বগুড়া সদর থানাধীন এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে ০১ জন নিহত হয়ে । ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার আনুমানিক রাত ১টার দিকে বগুড়া সদর থানাধীন সাবগ্রাম চক সরতাজ সুলতানপুর এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে । নিহত ব্যক্তি হলেন , বগুড়া সদর থানার সাবগ্রাম চক সরতাজ সুলতানপুর গ্রামের মোঃ আবু বক্কর পুত্র মোঃ রাসেল (২৮) কে বা কাহারা ধারালো অস্ত্রের আঘাতে নিহত করে। পরিবারের সূত্রে জানা যায়, কয়েকজন যুবক বাড়িতে এসে রাসেলকে ডেকে নিয়ে দরজার সামনে নিয়ে দিয়ে আতঙ্কিতভাবে ছুরি আঘাত করে । বাড়ির লোকজন চিৎকার করলে আশেপাশে লোকজন ছুটে আসার আগে দুর্বৃত্তরা পালিয়ে যায় । স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনের সহায়তায় আহত রাসেলকে তাৎক্ষণিকভাবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে মৃতদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।
এ ঘটনায় এলাকার শোকের ছায়া পড়েছে । হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী ।