1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে গণ অধিকার পরিষদের উপজেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান সাভারে সুইপার জনকল্যাণ সংস্থার বাৎসরিক অনুষ্ঠান চকরিয়া পিসফুল ইউনাইটেড ক্লাবের বৃক্ষরোপ ও চারা বিতরণ। সাতক্ষীরার তালায় ছায়াবীথি সামাজিক সংগঠনের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন। জানাজার নামাজে আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া ( সাবেক সংসদ সদস্য) খোলপেটুয়ার নদ নদী থেকে অ,বৈ,ধ পথে বালু তোলা বন্ধরজন্য মানববন্ধন করেন এলাকার সুধীজন সুশীল সমাজ। পত্নীতলায় খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উদযাপন ময়মনসিংহে একদিনে শিশুসহ ছয়জনের মৃ,ত,দেহ উ,দ্ধা,র, নদীতে একজন নিখোঁজ লোহাগাড়ায় হাফেজ খানার পুকুরে ডুবে শিশুর মৃ,ত্যু মুকসুদপুরে সড়ক দু,র্ঘ,টনা,য় নি,হ,ত ১

চৌদ্দগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র ধর এর শেষকৃর্ত্য সম্পন্ন

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

চৌদ্দগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র ধর এর শেষকৃর্ত্য সম্পন্ন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা শ্রী বাদল চন্দ্র ধর (৮০) কে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অর্নার) প্রদান করা হয়েছে। এ সময় তার আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন সহ উপজেলা প্রশাসন ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পন ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে তার শেষকৃর্ত্য সম্পন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের ঘাসিগ্রামে নিহত মুক্তিযোদ্ধা শ্রী বাদল চন্দ্র ধর এর বাড়ীতে চৌদ্দগ্রাম উপজেলা ও থানা প্রশাসনের পক্ষ থেকে প্রদত্ত রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অর্নার) প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার জাকিয়া সরওয়ার লিমা।

এ সময় চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এর পক্ষে থানার উপ-পরিদর্শক (এসআই) হিশাম উদ্দিন জুনায়েদ এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকশ দল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, উজিরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নির্মল চন্দ্র সাহা, কালিকাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) মো: ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো: জমির উদ্দিন, মো: শামসুল হক, মো: নাসির উদ্দিন, আব্দুল মান্নান, শামসুদ্দিন সেনা, মিয়া মোহাম্মদ শাহ নেওয়াজ, সুবাস চন্দ্র চক্রবর্তী, উজিরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো: ফরিদ উদ্দিন, নিহতের সন্তান উৎপল ধর, অশোক ধর, সাবেক সেনা কর্মকর্তা তাপস ধর, প্রতিবেশী বানু ধর, পুতুল ধর, ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও তাদের পরিবারের সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে বীর মুক্তিযোদ্ধা শ্রী বাদল চন্দ্র ধর বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি হন। সোমবার দিবাগত রাত এগারোটায় চিকিৎসাধিন অবস্থায় সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার উজিরপুর ইউনিয়নের ঘাসিগ্রামের মৃত ললিত মোহন ধরের ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুকে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে গার্ড অব অর্নার প্রদান, পুষ্পার্ঘ অর্পন ও শ্রদ্ধা নিবেদন করা হয়। উল্লেখ্য, তিনি ১৯৭১ সালে অনুষ্ঠিত মহান মুুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। তার মুক্তিযোদ্ধা সনদ নং- ০২০৪০৫০২৩৩ (মুক্তিবার্তা, লাল বই)। জীবদ্দশায় তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় ভাতা প্রাপ্তি সহ মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত সকল সুযোগ-সুবিধা পেয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তিনি ২০২৪ সালে ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর উপহার হিসেবে “বীর নিবাস” নামীয় একটি পাকা দালান ঘর উপহার পান। সরকারের পক্ষ থেকে এমন সকল সুযোগ-সুবিধা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট