মোঃ সাইফুল ইসলাম
নওগাঁর মান্দা উপজেলার সাহাপুর ডি.এ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত অফিস সহকারী মো. মমতাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মমতাজুল ইসলাম দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাহাপুর ডি.এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার স্বপ্নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম সেখ।
সাহাপুর ডি.এ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস. এম. তায়েদুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা শিক্ষা অফিসের বিদ্যালয় পরিদর্শক মো. নাজমুল হোসেন এবং বাংলাদেশ শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার আহ্বায়ক মো. সদেরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন সরদার, যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক, মো. আ. লতিফ এবং প্রধান শিক্ষক আনিছুর রহমান।
বক্তারা বলেন, মো. মমতাজুল হক দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার উদাহরণ স্থাপন করেছেন। তাঁর অবদান বিদ্যালয় ও স্থানীয় সমাজে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষে বর্ণিল আয়োজনে বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়িতে করে বিদায় জানানো হয় এই প্রিয় সহকর্মীকে, যা অনুষ্ঠানে উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।