1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ জামাতে ইসলামী অন্যতম সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্মী বৈঠক হরিপুর সীমান্তে ১৪ বাংলাদেশী অনুপ্রবেশের সময় আ,ট,ক বগুড়ায় গরুর খাবারে বিষ মিশিয়ে ৩টি গরু হত্যা গফরগাঁও উপজেলা রসুলপুর ইউনিয়নে জমি দখল ও চাঁদা দাবিতে ভাঙচুরের অভিযোগ সেনবাগ ইউএনও মোঃ মহিউদ্দিনের শেষ কর্মদিবস পলাশে উৎসর্গ ফাউন্ডেশন আয়োজিত ফ্রী ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণ সংযোগ বিরোধ কমাতে ভুমি ব্যবস্হাপনাকে ডিজিটালাইজ করা হচ্ছে আলি ইমাম মজুমদার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নে ভি ডব্লিউ বি কার্ডের ৩০ কেজি চাউল বিতারন ওয়াজেদ হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

পাহাড়ি সশস্ত্র সংগঠনের চাঁদাবাজি, দুই মাস ধরে নেটওয়ার্ক নেই রামগড়ে

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির রামগড় উপজেলায় দুই মাসেরও বেশি সময় ধরে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা প্রায় অচল হয়ে পড়েছে। ফলে উপজেলার কয়েক হাজার মানুষ সরকারি-বেসরকারি অফিসের কাজকর্ম থেকে শুরু করে প্রবাসী পরিবারের সঙ্গে যোগাযোগ পর্যন্ত ব্যাপক বিপর্যয়ে পড়েছেন। আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজি ও হুমকির কারণে টাওয়ার রক্ষণাবেক্ষণ ও নেটওয়ার্ক পরিচালনা করতে না পারায় এ অচলাবস্থার সৃষ্টি।

স্থানীয়রা জানান, আগে রবি মোবাইলের নেটওয়ার্ক ছিল সবচেয়ে নির্ভরযোগ্য। কিন্তু গত দুই মাস ধরে রবি কোম্পানির টাওয়ারগুলো কার্যত বন্ধ পড়ে রয়েছে। একই সঙ্গে গ্রামীণফোনের টাওয়ারগুলোও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় নেটওয়ার্ক দিতে পারছে না। বিশেষ করে উপজেলার গ্রামীণ এলাকার বেশিরভাগ টাওয়ারে নিরাপত্তার ব্যবস্থা না থাকার কারণে চাঁদাবাজি ও সশস্ত্র গোষ্ঠীর হুমকি-ধমকির মুখে টাওয়ারের নিয়মিত রক্ষণাবেক্ষণ বন্ধ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক টাওয়ার কর্মী জানান, গত এক মাসের মধ্যে মোবাইল অপারেটরের কয়েকজন কর্মী অপহরণের শিকার হয়েছেন। টাওয়ারে হামলা, অগ্নিসংযোগ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনা বারবার ঘটেছে। স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফ পরিচয়ে কয়েকজন সশস্ত্র সদস্য মোটরসাইকেলে এসে কঠোর হুঁশিয়ারি দিয়েছে, তাদের অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে না। এর ফলে টাওয়ারে যেকোনো ধরনের মেরামত বা জ্বালানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

রামগড়ের বিভিন্ন ইউনিয়নে রবি কোম্পানির পাঁচটি, গ্রামীণফোনের একটি ও টেলিটকের তিনটি টাওয়ার রয়েছে। দীর্ঘদিন এসব টাওয়ার কার্যত অকেজো হয়ে পড়ায় মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এতে সরকারি অফিসগুলোতে অফিসিয়াল কাজকর্ম থমকে গেছে, মোবাইল ব্যাংকিংসহ জরুরি ডিজিটাল সেবা ব্যাহত হচ্ছে। রামগড় ইউনিয়নের মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী দিদারুল আলম বলেন, মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় ব্যবসায়িক ক্ষতি অসীম, কারণ আমাদের অনেক লেনদেনই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হয়।

পল্লী চিকিৎসক ডা. মোস্তফা কামাল বলেন, নেটওয়ার্ক না থাকায় জরুরি প্রয়োজনে চিকিৎসা সেবা পেতে অনেক সমস্যা হচ্ছে। কেউ প্রয়োজনে সঠিক সময়ে যোগাযোগ করতে পারছে না।

রামগড় উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) কর্মকর্তা রেহান উদ্দিন জানিয়েছেন, দীর্ঘদিন যাবৎ নেটওয়ার্ক সেবা না থাকার কারণে প্রশাসন, স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা চরম বিপর্যয়ে পড়েছেন। আমরা মোবাইল অপারেটর কোম্পানির সঙ্গে যোগাযোগ রেখে সমস্যা সমাধানের চেষ্টা করছি।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, এলাকাবাসীর নেটওয়ার্ক সংক্রান্ত অভিযোগ আমাদের কাছে এসেছে। মোবাইল অপারেটর ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম সমস্যা জটিল করে তুলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট