মোঃ হোসাইন আলী স্টাফ রিপোর্টার
নড়াইলের হবখালী ইউনিয়নের ভান্ডারীপাড়া গ্রামে পৈতৃক সম্পত্তির ভাগ চাইতে গিয়ে মামাতো ভাই ও ভাইপোদের হামলার শিকার হয়েছেন তিন ভাই।
গুরুতর আহত অবস্থায় তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের বাদশা শেখের ছেলে হাছিবুল শেখ (৫৬), মুকুল শেখ (৫০) ও মিটুল শেখ (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের বাসিন্দা এই তিন ভাই গত মঙ্গলবার (তারিখ উল্লেখ থাকলে যোগ করুন) নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের ভান্ডারীপাড়ায় তাদের মা আনোয়ারা বেগমের পৈতৃক সম্পত্তি ভাগ-বাটোয়ারা করার জন্য মামাদের বাড়িতে যান।
এ সময় সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে তাদের মামাতো ভাই ও ভাইপোদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে এই বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয় এবং তিন ভাই হামলার শিকার হন।
আহত তিন ভাইকে তাৎক্ষণিকভাবে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তারা চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় হামলায় জড়িত দুই মামাতো ভাইও সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, এ বিষয়ে এখনও কোনো মামলা দায়ের হয়নি।