গজারিয়ায় সংযোগ সড়কের সংস্কারকাজে স্বস্তি ফিরছে যাতায়াতে।
মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের সেতুর দুই পাশের সংযোগ সড়কের মাটি সরে গিয়ে চলাচলের অনুপযোগী হওয়া সড়কটির কাজ শুরু হয়েছে। এতে দূর্ভোগে লাগব হবে লক্ষীপুরা গ্রামবাসী সহ স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীসহ কয়েটি গ্রামের বাসিন্দাদের।
স্থানীয় বাসিন্দা ও ভবেরচর ইউপি সদস্য জাকির হোসেন জানান, বিগত দিনের টানা বৃষ্টি পাতে এই সেতুটির দুই পাশের সংযোগ সড়কের মাটি সড়ে গিয়ে গর্তের সৃষ্টি হয়ে দূর্ভোগে পরে লক্ষ্মীপুরা গ্রাম সহ করিম খাঁ, কাহনিয়াকান্দি, হোগলাকান্দি, কালিপুর ও রসুলপুর এলাকার হাজারো মানুষ। এই জনদূর্ভোগ দেখে জনগনের দূর্ভোগ লাগবে কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান রতন সেতুর সংযোগ সড়ক সংস্কারের জন্য বিভিন্ন দফতরে তদবির করলে গজারিয়া উপজেলা এলজিইডি কর্মকর্তা ইঞ্জি: মো. সামিউল আরিফিন তা আমলে নিয়ে ভাংঙ্গা সড়কটির সংস্কার কার্যক্রম শুরু করেন।
লক্ষীপুরা গ্রামের বাসিন্দা ভবেরচর ইউনিয়ন বিএনপির নেতা নূরুল আমিন সরকার জানান, দীর্ঘদিন পর এই সেতুটির সংস্কার কাজ হওয়ায় সাধারণ মানুষের দূর্ভোগ কমে আসবে বলে জানায় এবং এলাকাবাসী পক্ষ থেকে কামরুজ্জামান রতনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন জানান, আমরা জরুরী প্রকল্পের আওতায় এনে সেতুটির কাজ শুরু করেছি, তবে এখনও বরাদ্দ নির্ণয় করা হয়নি। সংযোগ সড়কের সংস্কার কাজটি নিজ খরচে ভবেরচর ইউপি সদস্য জাকির হোসেন করছেন। যা পরবর্তীতে সরকারী ভ্যাট-ট্যাক্স কর্তন করে উপজেলা এলজিইডি দফতর থেকে পরিশোধ করা হবে।
সেতুটির দুই পাশের সংযোগ সড়কের সংস্কারের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে আনন্দ বিরাজ করছে।