1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরে সাংবাদিক হত্যা ও সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মেঘনায় মানববন্ধন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের জন্য খাদ্যবান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারির বাঘায় জাল সনদে স্কুল কমিটির সভাপতি তফিকুল ইসলাম ভোগডাঙ্গা মডেল কলেজের আলোর বাতিঘর চাঁপাইনবাবগঞ্জের নাচলে বাংলাদেশ পানি আইন-২০১৩, বিধিমালা-২০১৮এর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত  ভোলায় ৮ মাসে পানিতে ডুবে ১২০ শিশুর মৃত্যু ঘটনা নিশ্চিত করেন ভোলা সিভিল সার্জন মনিরুল ইসলাম মেঘনার ভয়াল ভাঙনে বিলীন হাতিয়ার মাইলের পর মাইল জমি সাংবাদিক তুহিন হ,ত্যা,র প্রতিবাদে বিজয় নগর সাংবাদিকদের মানববন্ধন সাংবাদিক তুহিনের সন্তানদের পাশে মানবিক এসপি কাজী আখতার তালার উপজেলা নির্বাহী অফিসার খুলনা বিভাগের শ্রেষ্ট ইউএনও হওয়ায় তালা উপজেলা প্রেসক্লাবের পক্ষথেকে ফুলের শুভেচ্ছা

সাংবাদিক তুহিন হ,ত্যা,র প্রতিবাদে বিজয় নগর সাংবাদিকদের মানববন্ধন

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

সাংবাদিক তুহিন হ,ত্যা,র প্রতিবাদে
বিজয় নগর সাংবাদিকদের মানববন্ধন

মোঃরইজ উদ্দিন গোলাম রসুল

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দেশব্যাপী সাংবাদিকদের ওপর চলমান হামলা, নির্যাতন ও হত্যাচেষ্টার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১১ আগষ্ট ২০২৫ ইং রোজ সোমবার, বিকাল ৪টায় উপজেলা পরিষদের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সাংবাদিকদের সার্বিক সুরক্ষার আহ্বান জানান।

দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক এস এম টিপু চৌধুরীর সঞ্চালনায় এই মানববন্ধনে উপজেলার জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তুহিন হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিনের মতো একজন সত্যনিষ্ঠ ও সাহসী সাংবাদিককে হত্যা কেবল একজন ব্যক্তির জীবন কেড়ে নেওয়া নয়, এটি মুক্ত সাংবাদিকতার ওপর এক নগ্ন হামলা। তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, অপহরণ এবং প্রাণনাশের হুমকি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা গণমাধ্যমের কণ্ঠরোধ করার একটি সংঘবদ্ধ প্রচেষ্টা।
জেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান খান ওমর তাঁর বক্তব্যে বলেন, “অনতিবিলম্বে তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এই বিচারহীনতার সংস্কৃতিই সাংবাদিকদের ওপর বারবার হামলার সাহস যোগাচ্ছে।”
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন বলেন, “আমরা আজ এখানে দাঁড়িয়েছি আমাদের সহকর্মীর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে। এই হত্যাকাণ্ড প্রমাণ করে, সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা কতটা ঝুঁকির মধ্যে রয়েছেন।”
বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম বলেন, “সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা আজ মারাত্মকভাবে বিঘ্নিত। তুহিনের হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে।”
প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি সারোয়ার হাজারী পলাশ বলেন, “আমরা কলম সৈনিক, সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু নই। এই ধরনের বর্বরোচিত হামলা করে সত্যের আওয়াজকে স্তব্ধ করা যাবে না।”
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে সম্প্রতি কুপিয়ে হত্যা করা হয়, যা সারা দেশের সাংবাদিক সমাজকে ক্ষুব্ধ করে তুলেছে। এই ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন। বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল হৃদয় বলেন, অতীতে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিজয়নগর প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হীরা আহমেদ জাকির এবং সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, সাংবাদিক মোঃ মহসীন আলী, মানববন্ধনে উপস্হিত ছিলেন অপূর্ব দেব, শাহিন চৌধুরী, দৈনিক সমাজ সেবা পত্রিকার সাংবাদিক শাজাহান সরকার, দেশ প্রিয় পত্রিকার সাংবাদিক মুহাম্মদ শান্ত মিয়াসহ আরও অনেকে। বক্তারা সকলেই সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তারা দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান। এ সময় সাংবাদিক তুহিনের স্বরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট