টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর তত্ত্বাবধানে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন।
মো:মোজাম্মেল হক স্টাফ রিপোর্টার কক্সবাজার :
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দেশের সর্বদক্ষিণ সীমান্ত বিশেষ করে বাংলাদেশ-মায়ানমার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় সদা সতর্কতার সাথে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি ব্যাটালিয়নটি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনসহ আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছে, যা সর্বস্তরের জনগণের নিকট প্রশংসিত ও স্বীকৃত।
এরই ধারাবাহিকতায় অদ্য ১১ আগস্ট ২০২৫ তারিখ ১১৩০-১৫৩০ ঘটিকা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান, পিএসসি’র সার্বিক দিক-নির্দেশনায় টেকনাফ বিওপি সংলগ্ন *টেকনাফ চৌধুরী পাড়া হাজী ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে* বিজিবি’র সার্বিক তত্ত্বাবধানে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে টেকনাফ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার বিএসএস-১০২৫২৯ মেজর মোঃ শাহাদাত হোসেন শুভ, এএমসি উপস্থিত ছিলেন। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত *সর্বমোট ২১৮ জন (পুরুষ-২৩, মহিলা-১৩০ এবং শিশু-৬৫)* গরীব, অসহায় ও দুঃস্থ স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করেন।
অত্র অঞ্চলের স্থানীয় জনগণ বিজিবি’র এই মানবিক কার্যক্রমকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার জন্য টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ড নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সীমান্ত অঞ্চলে বিজিবির এ মহতী প্রয়াস স্থানীয় জনগণের জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটাতে এবং তাদের মাঝে বিজিবি’র প্রতি আস্থা ও ভালোবাসা আরও সুদৃঢ় করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।