রিয়াজুল ইসলাম,
হাতিয়ায় জেলেদের আতঙ্ক ও নদীতে ত্রাস সৃষ্টিকারী দুর্ধর্ষ ডাকাত সর্দার নিজাম উদ্দিনকে অস্ত্রসহ আটক করার পর তার ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জেলেরা।
রবিবার (১০ আগস্ট) রাতে আফাজিয়া বাজারের প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি নলছিরা ঘাট থেকে শুরু হয়ে আফাজিয়া বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় নলছিরা ঘাটে গিয়ে শেষ হয়। এ সময় জেলেরা আটক নিজামের ফাঁসির দাবিতে স্লোগান দেন এবং হাতিয়ার চারপাশের নদীতে টহলদার জেলেদের নিরাপত্তার প্রতীক কোস্টগার্ডের বিরুদ্ধে অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাত (লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আজিজুল হকের ছেলে) দীর্ঘদিন মাছের ব্যবসার আড়ালে নদীতে মাছ লুট, চর দখল করে ঘের তৈরি, ট্রলার ডাকাতি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার নেতৃত্বে একটি সুসজ্জিত ডাকাত বাহিনী রয়েছে।