মুন্সীগঞ্জে অজ্ঞান করে হ*ত্যা ও
ইজিবাইক ছিনতাই! চক্রের ৭ সদস্য গ্রেফতার,৮ টি ইজিবাইক উদ্ধার
আরাফাত ভূঁইয়া শান্ত
জেলা,প্রতিনিধি,মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জসহ আশপাশের জেলায় চেতনানাশক ব্যবহার করে ইজিবাইক চালককে হত্যা ও অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় ৭ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তাদের কাজ হতে ছিনতাই হওয়া ৮টি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আজ রবিবার (১১ আগস্ট) দুপুর ১ টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
সংবাদ সম্মেলনে জানানো হয় গত ২ আগস্ট সকাল ১০ টার দিকে সিরাজদিখান উপজেলার নোয়াপাড়া এলাকা হতে এই চক্রের ৩ সদস্য আলম শেখ নামক একজন ইজিবাইক চালককে বিস্কুটের সথে বিষ মিশিয়ে খাইয়ে তাকে অজ্ঞান করে তার ইজিবাইক ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় গতকাল রবিবার (১০ ই আগস্ট ) শ্রীনগর উপজেলার পাটাভোগ ফেরীঘাট আন্ডারপাসের নিচ থেকে রুবেল আব্দুল্লাহ (৩২), মো: জামাল হোসেন (৪০) ও ৩। ইমরান হোসেন মোফাজ্জলকে(৪৫) গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা চেতনানাশক মাখানো বিস্কুটসহ ওই স্থানে অবস্থান করতেছিল। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী তাদের অন্যান্য সহযোগী ৪। মো: হৃদয় শেখ (২৫), ৫। পলাশ পাঠান (৩৫),৬। মো: বিধানকে (৪৭) গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে ভিকটিম আলম শেখের ছিনতাইকৃত ইজিবাইকসহ আরো একটি ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়। অতপর তাদের তথ্য অনুযায়ী পূর্বের বিভিন্ন সময়ে ছিনতাইকৃত ইজিবাইকসমূহ বিক্রয়ের স্থান ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকার একটি গ্যারেজ হতে ৪ অটোরিক্সা উদ্ধার করা হয় এবং গ্যারেজ মালিক ৭। মো: সুমনকে (৩৮) গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উক্ত ছিনতাইকারীরা সাধারণত যাত্রীবেশে ইজিবাইকে চড়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন অজুহাতে ঘুরিয়ে সময়ক্ষেপন করে অথবা আইন-শৃঙ্খলা বাহীনির সদস্যর পরিচয় দিয়ে সুবিধামতো জায়গায় নিয়ে নিজেরা খাওয়া-দাওয়া করে এবং কৌশলে ইজিবাইক চালককে বিষ মাখানো বিস্কুট, কোল্ড ড্রিংস, পানি খাইয়ে অজ্ঞান করে। চালক খেতে রাজি না হলে তাকে মারপিট করে এমনকি হত্যা করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইয়ের পর পরই তারা তাদের চক্রের অন্য সদস্যদের গ্যারেজে নিয়ে ইজিবাইকটির চ্যাসিস থেকে বডিটি আলাদা করে ফেলে এবং বডির রং পরিবর্তন করে ফেলে যাতে উক্ত ইজিবাইকটি আর সনাক্ত করা না যায়।