মোহাম্মদ আব্দুল্লাহ
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ, বাংলাদেশ সংগঠন-এর খুলনা জেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ ৯ আগষ্ট ২০২৫ তারিখ রোজ শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যালয়ের কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা মেজর (অব.) মোঃ হারুন অর রশিদ, কেন্দ্রীয় সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ সারওয়ার হোসেন (অবঃ), প্রতিষ্ঠাতা সভাপতি সার্জেন্ট মোঃ তাইজাল হক তাজু (অবঃ), কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল মনুজুরুল আলম (অবঃ), খুলনা জেলা কমিটির আহবায়ক সার্জেন্ট আলমগীর হোসেন (অবঃ), যুগ্ন আহবায়ক সার্জেন্ট মোহাম্মদ আব্দুল্লাহ (অবঃ), সদস্য সচিব কর্পোয়াল মোঃ শহিদুল হাসান মুন্না (অবঃ), সৈনিক মোহাম্মদ জাহিদুল কবির (অবঃ) নেতৃবৃন্দ। এছাড়া, অনুষ্ঠানে খুলনা জেলার বিভিন্ন থানা এবং উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এই শাখা অফিস স্থাপনের মাধ্যমে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অধিকার ও কল্যাণে কাজ করা সহজ হবে। দেশ ও জাতির সেবায় অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে এই সংগঠন বদ্ধপরিকর। খুলনা জেলায়
নতুন কার্যালয়টি অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করবে এবং তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।