আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই কেজি গাঁজা উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এ সময় গাঁজা ব্যবসায়ী নন্দলাল ভৌমিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের দিক নির্দেশনায় ১০ আগস্ট রাত আনুমানিক ১ টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাশীর গ্রামে থানার এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে দুই কেজি গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ৩০ হাজার টাকা সহ নন্দলাল ভৌমিককে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার রাজার মূল্য ৪০ হাজার টাকা বলে জানা গেছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে আসামিকে সোপর্দ করা হয়েছে।