এম সাইফুল ইসলাম (নওগাঁ)
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে জবাই করে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে ইট দিয়ে মাথা থেঁতলে দিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১০টায় মুক্তির মোড়ে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে মুক্তির মোড় থেকে নওজোয়ান মাঠের গেট পর্যন্ত বিক্ষোভ মিছিল বের হয়।
সমাবেশে বক্তারা বলেন, “সাংবাদিকদের উপর হামলা, মামলা, খুন, গুম—এসব এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বিচার হয় না। আমরা সাংবাদিকদের জন্য আলাদা ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন ও দ্রুত বাস্তবায়ন চাই। তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো পরিবার প্রিয়জন হারানোর বেদনা না পায়। আর কোন সাংবাদিকের সন্তান এতিম না হয়।
বক্তারা আরো বলেন, সাংবাদিকরা গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরেন। অথচ তাদেরকেই বারবার আক্রমণের শিকার হতে হচ্ছে। এজন্য সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট এর সভাপতি ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার এম আর রকি, ডিবিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি একে সাজু, এশিয়ান টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, গৌতম কুমার, মাহবুব আলম রানা, রুহুল আমিন, সবুজ হোসেন, এনামুল কবির, মুজাহিদ হোসেন সহ আরো প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নওগাঁ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা অংশ নেন। সমাবেশ থেকে সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন, সারা দেশে সাংবাদিকদের উপর হামলার বিচার এবং তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার কার্য সম্পন্নের আহ্বান জানানো হয়।