মহাদেবপুর (নওগাঁ)
নওগাঁর মহাদেবপুরে আদালতের গ্রেফতারি পরোয়ানা,
মাদকদ্রব্যসহ অন্যান্য মামলায় ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার
দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আদালতের
গ্রেফতারি পরোয়ানা মূলে আটককৃতরা হলো উপজেলার কৃষ্ণপুর গ্রামের আফজাল
হোসেনের ছেলে লিটন হোসেন, আলতাদিঘী গ্রামের আজাহার আলীর ছেলে রশিদুল ইসলাম,
সুলতানপুর দক্ষিণপাড়ার মংশু মন্ডলের ছেলে বিপদ কুমার মন্ডল বিমান, চুরি মামলায় জয়পুর
ডাঙ্গাপাড়া গ্রামের ছয়মুদ্দিনের ছেলে আল আমিন, সদরের কলেজপাড়ার আব্দুর রউফ এর ছেলে
মহিদুল ইসলামকে ১৫১ ধারায়, ২০ লিটার চোলাই মদসহ শালগ্রামের দ্বিজেন্দ্রনাথের স্ত্রী
ব্রজবালাকে এবং নারী ঘটিত ব্যাপারে রাকিব হোসেন, জয়নাল আবেদিন, আজাহার আলী ও
সোহাগী খাতুনকে গ্রেফতার করে শনিবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ
করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজা বলেন, গ্রেফতারকৃত
আসামীদের শনিবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।