সাতকুচিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
এম,এ,করিম ভুঁইয়া, স্টাফ রিপোর্টার ফেনী।
পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত।
৭ ই আগস্ট (বৃহস্পতিবার) উৎসব মুখর পরিবেশে ম্যানেজিং কমিটির নির্বাচন সকাল ১০ ঘটিকায় ভোট গ্রহণ শুরু হয় বিকাল ৪ ঘটিকায় ভোট গ্রহণ শেষ হয়।
এতে দাখিল শাখায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সাতজন প্রার্থী ইবতেদাই শাখায় দুইজন প্রার্থী।
মোট ভোটার সংখ্যা ৪৩১ জন,দাখিল শাখায় ১৯৭ জন,এবতেদায়ী শাখায় ২৩৪ জন।
পিজাইডিং অফিসার কাজী আব্দুল ওয়াহিদ মোহাম্মদ সালেহ বলেন দাখিল শাখায় ১.বশির আহমদ খান ১১৮ ভোট পেয়ে নির্বাচিত, ২.মোহাম্মদ আমান উল্লাহ ১০৯ ভোট পেয়ে নির্বাচিত, ৩.আবুল কাশেম ১০১ ভোট পেয়ে নির্বাচিত। ইবতেদায়ি শাখায় মিজানুর রহমান চৌধুরী ৯৭ ভোট পেয়ে নির্বাচিত।
মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মোহাম্মদ তারেক হোসেন বলেন সুন্দর সুস্থ পরিবেশে ভোটের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছেন।