1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চব্বিশের ছাত্র জনতা ও গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে লোহাগাড়া উপজেলা বিএনপি,র নজিরবিহীন আনন্দ মিছিল দুর্গাপুরে বিএনপি, জামায়াতের বিজয় মিছিল অনুষ্ঠিত ‎ প্রতিষ্ঠিত শাসনব্যবস্থার বিরুদ্ধে জনগণের জয়: জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতে নতুন শাসনব্যবস্থার সূচনা জলঢাকা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ৫ আগস্ট বিজয় মিছিলে হাজারো মানুষের ঢল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জুলাই চেতনার ডকুমেন্টারি প্রদর্শনী ও গণমিছিল করে বেগমগঞ্জ জামায়াত। শান্তিগঞ্জে আসন্ন ঝুলন যাত্রা সফল করতে প্রশাসন ও সব মহলের ঐক্যবদ্ধ প্রতিশ্রুতি । হাতিয়ায় হরিণের মাংসসহ পাচারকারী আটক জুলাই চেতনাই আগামীর বাংলাদেশ হাতিয়ায় শহীদ রিটনের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন সাটুরিয়ায় বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থী বহিষ্কার

জুলাই চেতনাই আগামীর বাংলাদেশ

বিশেষ প্রতিবেদন 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন 

প্রতিপাদ্যকে সামনে রেখে নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় শান্তিগঞ্জ উপজেলায়ও পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ ও আহত জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ বাজার এলাকা ঘুরে পুণরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শোভাযাত্রাটি শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি ও পরিচালনা করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।

সভার পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের এমসি মাওলানা মো. মিজানুর রহমান ও গীতা পাঠ করেন তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধরাঞ্জন মজুমদার। এরপর জুলাই আন্দোলনের দুঃসহ স্মৃতিচারণ করেন অনুষ্ঠানে আমন্ত্রিত ১১ জন জুলাই যোদ্ধা। প্রবাসে জুলাই আন্দোলনে যুক্ত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আলী আহমদ দুলাল জানিয়েছেন তার আন্দোলনে সম্পৃক্ত হওয়া, যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও দেশে ফিরে আসার করুণ কাহিনী। জানিয়েছেন, কেমন বাংলাদেশ চান তারা।

আলোচনা সভায় বক্তব্য রেখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এড. ইয়াছিন খান, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ, শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল হাসান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ হাসান, কৃষি কর্মকর্তা আহসান হাবীব, একাডেমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাও. ছমির উদ্দিন সালেহ্, জমিয়তে উলামায়ে ইসলাম শান্তিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক (ওবায়দুল্লাহ্ ফারুক গ্রুপ) মাও. আবদুল হাই, জমিয়তে উলামায়ে ইসলাম শান্তিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক (মুফতি ওয়াক্কাস গ্রুপ) এম আবদুল হাফিজ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ইয়াকুব শাহরিয়ার ও সদস্য নোহান আরেফিন নেওয়াজ সহ প্রমূখ। পরে উপস্থিত জুলাই যোদ্ধাদের হাতে নগদ অর্থ তুলে দেন অতিথিরা। এসময় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট