জামালপুরের ছেলে ঢাকার এমপি প্রার্থী রাসেল
মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর জেলা প্রতিনিধি।।
দক্ষিণ জামালপুরের প্রায়ই শেষ প্রান্তে জন্ম হলেও জামালপুরবাসীর মুখ উজ্জ্বল করার লক্ষে শিক্ষা, মেধাকে কাজে লাগিয়ে বর্তমানে ঢাকার ১৮ আসনের (উত্তরা, দক্ষিণ খান….ইত্যাদি) এমডিপির সম্ভাব্য এমপি প্রার্থী মো: রাসেল পারভেজ লিপন।
জামালপুর সদর উপজেলার ভাটিপাড়া জনপ্রিয় ডাঃ আব্দুর রাজ্জাকের সু-শিক্ষিত ও মার্জিত ছেলে মোঃ রাসেল পারভেজ লিপন। গ্রামের ছেলে হিসেব বেশ জনপ্রিয়তা অর্জন করেছে বলে মনে করেন শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে নিজ এলাকায় এবং ঢাকার উত্তরা, দক্ষিনখান সহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন সমাজসেবক ও তরুণ নেতৃত্বের প্রতীক লিপন সাহেব। তৃণমূল জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক, মানবিক কর্মকাণ্ড, উন্নয়নমুখী চিন্তাধারা ও রাজনৈতিকভাবে পরিচ্ছন্ন অবস্থানের কারণে সাধারণ মানুষ তার প্রতি আগ্রহ ও আস্থা প্রকাশ করছেন।
বিগত কয়েক বছর ধরে লিপন সাহেব নিজ এলাকায় ঢাকার নিজস্ব আসনে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে খাদ্য সহায়তা, চিকিৎসা সেবা, শিক্ষা উপকরণ বিতরণ ও নানা মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তার এই অবিরাম প্রচেষ্টায় তিনি শুধু একজন রাজনীতিক নন, বরং একজন প্রকৃত সমাজের সেবক হিসেবে পরিচিতি পেয়েছেন।
স্থানীয় এক বৃদ্ধা বলেন, “আমরা গরিব মানুষ। বিপদের সময় লিপন ছেলের মত পাশে দাঁড়িয়েছে। এমপি হলে আরও বড় পরিসরে সেবা করতে পারবে।”
তরুণ সমাজের মাঝেও লিপন সাহেব অত্যন্ত জনপ্রিয়। শিক্ষিত ও সচেতন যুব সমাজ মনে করেন, এখন সময় নতুন নেতৃত্বের। যারা জনগণের কষ্ট বোঝে, মানুষের জন্য কাজ করে—লিপন ঠিক তেমনই একজন মানুষ।
উন্নয়ন চিন্তা ও নেতৃত্বগুণে তিনি ইতিমধ্যে দলের সর্বস্তরে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তার পরিকল্পনায় রয়েছে—
শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন
*কৃষকের উৎপাদন সহজতর করা
*নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
*সড়ক ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন
*যুব সমাজের জন্য দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচি….ইত্যাদি।
ঢাকার স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, আগামী নির্বাচনে তৃণমূলের একজন শক্তিশালী ও জনপ্রিয় প্রার্থী হিসেবে লিপন সাহেব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
জনগণের প্রত্যাশা, “একজন যোগ্য, কর্মঠ ও মানবিক নেতার হাতে যদি এলাকার নেতৃত্ব যায়, তাহলে উন্নয়ন হবে বাস্তব, আর সেবা হবে সর্বজনীন।”
ঢাকা-১৮ (উত্তরা, দক্ষিণ খান ইত্যাদি) আসনের জন্য এলডিপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে লিপনের নাম প্রস্তাবিত হয়েছে। লিপন সাহেবের জন্মস্থান জামালপুরসহ দেশের সকল প্রিয় মানুষ, বন্ধু, আত্মীয়স্বজন এবং শুভানুধ্যায়ীদের নিকট আন্তরিক দোয়া ও ভালোবাসা কামনা করেছেন…
লিপন সাহেব মনে করেন যে, বিশ্বাস- ভালোবাসা ও দোয়াই তার পথচলার শক্তি।
একান্ত সাক্ষাৎকারে জনাব লিপন সাহেব বলেন, ইনশাআল্লাহ- যদি দলের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত মনোনয়ন পাই, তবে আপনাদের সবার পাশে নিয়ে আমি এই মহান দায়িত্ব পালনের চেষ্টা করব — দেশ ও জনগণের কল্যাণে।