1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ :
জামায়াতের প্রার্থী ঘোষণা করেছেন নকলা পৌরসভা ও ইউপি নির্বাচনের জন্য 📜 কবিতা: এক সুতায় গাঁথা দুই পরিবার আশুলিয়ায় যৌথ বাহিনীর অ,ভি,যান, অ,স্ত্র-মা,দ,কসহ আ,ট,ক ৮ ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ইঞ্জিলের ধা,ক্কা,য় এক শ্রমিকের মৃ,ত্যু হয় রাক্ষসী কালিদাস পাহালিয়া নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্চে টংগীর পাড়া নামক গ্রাম। টাঙ্গাইলে সখীপুর স্ত্রীকে হ,ত্যা,র অ,ভি,যো,গে স্বামীকে গ্রে,প্তা,র করেছে র‌্যাব বিআইডব্লিউটিসির বহরে যুক্ত হচ্ছে ১৮টি আধুনিক জলযান,,দুই উপদেষ্টা লোহাগড়া উপজেলা বিএনপির নেতা কর্মীদের সংবাদ সম্মেলন। যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ‘রক্তাক্ত মুন্সীগঞ্জ দিবস’ মীরসরাই উপজেলার শিক্ষার্থীদেরকে ক্রীড়া সামগ্রী বিতরন

রাক্ষসী কালিদাস পাহালিয়া নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্চে টংগীর পাড়া নামক গ্রাম।

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

রাক্ষসী কালিদাস পাহালিয়া নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্চে টংগীর পাড়া নামক গ্রাম।

মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধ চট্টগ্রাম

রাক্ষসী কালিদাস পাহাড়িয়া নদীর ভাঙ্গনে প্লেন হয়ে যাচ্ছে টঙ্গীর ফাড়া নামক গ্রাম

ফেনী জেলা কালিদহ ইউনিয়ন অন্তর্গত টঙ্গীরপাড়া গ্রাম, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে অবস্থিত গ্রামটি কালিদাস পাহাড়ি নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত।
এখানে বসবাস করেন প্রায় অর্ধশত পরিবার প্রতি বছরের ন্যায় এবছর কালিদাস পাহাড়িয়া নদীর তীরবর্তী এলাকাটি ভাঙ্গনের কবলে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় বিশটি পরিবার বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে নদী গর্ভে। অসহায় মানুষ বারবার পানি উন্নয়ন বোর্ডের কাছে ধরনা দিয়েও এর কোন প্রতিকূলতা পায় নাই।
তাই মাননীয় জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড এর কাছে আকুল আবেদন নদী ভাঙ্গন রোধ করে ৫০ টি পরিবারকে কালিদাস পাহাড়িয়া নদী ভাঙ্গন থেকে রক্ষা করুন।টঙ্গীরপাড়া নামক গ্রামটিকে বাংলাদেশের মানচিত্র থেকে কালিদাস পাহাড়িয়া নদী কেড়ে নেওয়ার আগেই রক্ষা করার জন্য বিশেষভাবে এলাকাবাসী দাবি জানাচ্ছে। দৈনিক প্রভাতী বাংলাদেশ প্রতিনিধি এলাকাবাসীর সাথে কথা বলে জনতে পারেন কয়েকবার পানি উন্নয়ন বোর্ডের কাছে গিয়ে তারা এর কোন প্রতিকার পায়নি। আমাদের কোন কথাই শোনে না,কার কাছে গেলে আমরা আমাদের বিটে বাড়ি রক্ষা করতে পারব। এ কালিদাস পাহাড়িয়া নদী আমাদের অনেক জমি সম্পত্তি কেড়ে নিয়েছে। পানি উন্নয়ন বোর্ড ইচ্ছা করলেই আমাদেরকে শক্ত বাদ তৈরি করে দিয়ে আমাদের বাড়িঘর রক্ষা করার ব্যবস্থা করে দিতে পারেন। জমিলা খাতুন, শাহেরা বেগম বলেন রাক্ষসী কালিদাস পাহাড়িয়া নদী আমাদের জীবনটা শেষ করে দিয়েছে।কৃষক আব্দুল মান্নান, হাবিবুল্লাহ, জহির আহমদ, এর সাথে কথা বলে জানাযায় তাদের প্রায় তিরিশ একর জমি কালিদাস পাহাড়িয়া নদী তে বিলীন হয়ে গেছে। এখন আমরা গোয়ালভরা ধান মাঠভরা ফসল আর পাইনা। নিয়তির কতই খেলা কালিদাস পাহাড়িয়া নদী তাণ্ডবে তারা আজ নিঃস্ব ভূমিহীন যাদের ছিল গোয়াল ভরা ধান তারা আজ দিনে আনে দিনে খায় ভাগ্যের নির্মম পরিহাস কালিদাস পাহাড়িয়া নদী কতই না কৃষকের ভূমি কেড়ে নিয়েছে বাড়িঘর কেড়ে নিয়েছে। ফেনী জেলা নামে আছে পানি উন্নয়ন সাইনবোর্ড কামের বেলায় কিছু নেই। অসহায় কৃষকে তারা সাহায্য করতে পারে না। পারে না তারা কালিদাস পাহাড়িয়া নদী ভাঙ্গন রোদ করতে।তাই এলাকাবাসীর দাবী মাননীয় জেলা প্রশাসক বিষয়টি একটু দেখবেন আমাদেরকে নদী ভাঙ্গন রক্ষা করবেন।এটাই টঙ্গীর পাড়ার মানুষের দাবী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট