মীরসরাই উপজেলার শিক্ষার্থীদেরকে ক্রীড়া সামগ্রী বিতরন
হারাধন চক্রবর্তী, স্টাফ রির্পোটার,মীরসরাই চট্টগ্রাম।
মীরসরাই উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নে কমরআলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষর্থীদেরকে
ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মীরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানীত সভাপতি শাহীদুল ইসলাম চৌধুরী বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষকের হাতে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এসময় কমর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোস্ট বিহারী পাল, রাজনীতিবিদ এস.এম হারুন, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নইমুল ইসলাম, অভিভাবক সদস্য সেলিম উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মাওলানা মোশাররফ আলীসহ বিদ্যালয়ের সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শাহীদুল ইসলাম চৌধুুরী বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি মানসিক বিকশিত করার জন্য খেলাধূলার বিকল্প নেই। কমর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে ফুটবল, জার্সিসহ খেলাধূলার বিভিন্ন সরঞ্জাম।এ সময় বিদ্যালয়ে সভাপতি রাজনৈতিক নেতা কর্মী ও শিক্ষকসহ সুশীল সমাজের প্রতিনিধিদেরকে মাদক ও মোবাইল আসক্তি থেকে বিরত রাখার জন্য সর্বোত্তম সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন যে সকল শিক্ষার্থী ও যুবসমাজ ক্রীড়া চর্চা করে তারা কখনো মাদককে আসক্ত হন না। এমনকি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের চেয়ে অনেক বেশি। তাই শিক্ষার্থী ও যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে ফিরে এসে মাঠে নামারা আহ্বান জানান।