কবি: মোঃ আবদুল মোতালেব
সারাদিন বৃষ্টি ঝরে,
মেঘের চোখে জল ভরে।
টুপটাপ শব্দে নদীর গান,
ভিজে যায় মাটির প্রাণ।
কাকের ডানা ভিজে যায়,
কদম ফুলের ঘ্রাণ ছায়।
ছোট্ট ছেলেরা ছুটে চলে,
পানির ছিটে গায়ে লাগে দলে দলে।
জলধারায় ভিজে পথঘাট,
নদী নালা পায় নতুন মাত।
সারাদিন বৃষ্টি আসে,
মনে লাগে শান্তি ভাসে।
রাতের আঁধার নামে ধীরে,
বৃষ্টির সুর বাজে নীরবে।
প্রকৃতির মায়া ভিজে যায়,
বৃষ্টির সাথে হৃদয় গায়।