গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষীপুরে শিবিরের র্যালি অনুষ্ঠিত।
হাছিবুর রহমান
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর।
ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ❝জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ❞ র্যালির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষ্মীপুর শহর ও জেলা শাখা
২/০৮/২০৩৫ রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় শহরের দক্ষিণ তেমুহনী থেকে শুরু হয়ে উত্তর তেমুহনী শহিদ আফনান চত্বরে গিয়ে শেষ হয়
র্যালিতে অংশগ্রহণ করেন শিবিরের শহর শাখার বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ ও জুলাই শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, জুলাইয়ে আহত যোদ্ধারা এবং জুলাই নিয়ে কাজ করা বিভিন্ন সামাজিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ।
র্যালি শেষে বক্তব্য রাখেন শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন, সেক্রেটারি আব্দুল আওয়াল হামদু,বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্নয়ক আরমান হোসেন,শহর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাছির উদ্দিন সহ জুলাই আন্দোলনে নিহতের পরিবারের সদস্যগন,
বক্তব্যে বক্তারা জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত কার্যকর এর দাবি জানান,এবং ৫ আগষ্ট এর মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণা কার্যকরের দাবি জানান।