বাড়ির আঙিনায় বিষাক্ত সাপের ছোবলে কিশোরের মৃ, ত্যু
(�,👉ভ্রাম্যমান 👈) লোহাগাড়া সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাডয় ১৬ বছর বয়সের এক কিশোরকে বিষাক্ত সাপে দংশন করলে তার মৃত্যু হয়। সে কিশোরের নাম মোঃ তাওসিক।
তার বাড়ি লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সডাইয়া এলাকার
মোহাম্মদ ইব্রাহিমের ছেলে। গতকাল ১লা আগস্ট সন্ধ্যা ৭টার দিকে তাকে বাড়ির আঙ্গিনায় সাপে দংশন করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রতিবেশীর কাছে জানতে চাইলে ওই কিশোর
ভারসাম্যহীন ছিল বলে সাথে সাথে সাপে কাটার কথা বলতে পারেনি তাতে এলাকাবাসী শোকাহত।