ডিলার নিয়োগে রৌমারী ইউএনও’র নজিরবিহীন স্বচ্ছতা
সাহের আলী রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে লটারির মাধ্যমে নির্বাচন করে খাদ্যবান্ধব কর্মসূচির এবং ওএমএস পরিবেশক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে রৌমারী উপজেলার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাপু মিয়া মেমরিয়াল মিলনায়তন এ লটারি অনুষ্ঠিত হয়। রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার বলেন, উপজেলার ছয়টি ইউনিয়নে ১৫ টাকা কেজি দরে চাল এবং ওএমএস বিক্রি করতে পরিবেশক নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য খাদ্য বান্ধব ২৭৫ জন আবেদন করেছিলেন এবং ওএমএস ৩৭ আবেদন করেছিলেন। পরে সবার সামনে লটারি করে ৪১ মোট জনকে নিয়োগ দেওয়া হয়েছে খাদ্য বান্ধব এবং ওএমএস ৩ মোট জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার, রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ আবু হাসনাত, রৌমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রাজ্জাক, রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু , রৌমারী উপজেলা জামাতে ইসলামী’র আমীর হায়দার আলী, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক রাজু আহমেদ, রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন সামসুদ্দিন, রৌমারী মডেল প্রেসক্লাবে’র সভাপতি সাইফুল ইসলাম, রৌমারী মডেল প্রেসক্লাবে’র সাধারণ সম্পাদক লিটন সরকার প্রমুখ। খাদ্যবান্ধব কর্মসূচির আবেদন কারি মো: দুলাল হোসেন বলেন লটারিতে আমার নাম উঠে নাই দুংখ নেই লটারিটা শতভাগ স্বচ্ছ হয়েছে ধন্যবাদ জানাই রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার সাহেবকে।