সবনাম কাব্য, স্টাফ রিপোর্টার :
রাজধানীর ঢাকা: মিরপুর-১ এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন মোঃ সেলিম হোসেন (৩৫) নামে এক ব্যক্তি গত ১৮ জুন ২০২৫, বুধবার সকাল ১০টার দিকে নিখোঁজ হন। দেড় মাস অতিবাহিত হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি, ফলে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
নিখোঁজ ব্যক্তির বিবরণঃ
নাম: মোঃ সেলিম হোসেন, বয়স: ৩৫ বছর, পিতার নাম: আবু সাঈদ, মাতার নাম: লুৎফা বেগম।
শারীরিক বৈশিষ্ট্য: গায়ের রং: শ্যামলা, উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমণ্ডল: গোলাকার, বিশেষ চিহ্ন: ডান হাতে কনুইয়ের উপর দা-এর কোপের দাগ। মানসিক অবস্থা: মানসিক ভারসাম্যহীন।
নিখোঁজের সময় পরিহিত পোশাক: কালো ট্রাউজার ও
সাদা হাফ শার্ট, যার মধ্যে ছিল কালো ফুটফুটে ছাপ।
নিখোঁজ হওয়ার স্থান: ঠিকানা: মিরপুর-১, থানা: দারুসসালাম,
জেলা: ঢাকা-১২১৬
জিডি নম্বর: ৮৯
যদি কেউ উক্ত নিখোঁজ ব্যক্তির খোঁজ পান বা কোনো তথ্য জেনে থাকেন, অনুগ্রহ করে নিচের নাম্বারে যোগাযোগ করুন: মোঃ রাজিবুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
ম্যান ফোর ম্যান ফোর্স- ০১৫৯০০২২৩৩৪