1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আগামী ৭আগষ্ট জমিয়তের দেশব্যাপী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান র্মসূচী – কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার সম্মেলনের তারিখ ঘোষণা করেছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও আমার বাংলাদেশ (এবি) পার্টির মাঝে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্রদল এর ছাত্রসমাবেশ সফল করার লক্ষে ঢাকার উদ্দেশ্যে জলঢাকা উপজেলা ও পৌর ছাত্রদল। মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিলেন “রফিক ফাউন্ডেশন” তানোরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত চৌদ্দগ্রামে কিন্ডারগার্টেন শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সেচ্ছা-সেবী সংগঠন “”ভলান্টিয়ার ফর সেনবাগ”” এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জামায়াত নেতাকর্মীরা ফাঁসির ভয়ে দেশ ত্যাগ করেননি, বরঞ্চ নিশ্চিত সাজা জেনেও মীর কাসেম আলী ভাই দেশে ফিরে এসেছেঃ- এটিএম আজহারুল ইসলাম জুলাই শহীদদের স্মরণে সমাবেশ

ফেনীতে জেল গেট থেকে আসামিকে বারবার গ্রে,প্তা,র জেল সুপারকে তলবঃ

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

ফেনীতে জেল গেট থেকে আসামিকে বারবার গ্রে,প্তা,র জেল সুপারকে তলবঃ

মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি ( চট্টগ্রাম)

ফেনীতে আদালত থেকে মুক্তির পর জেল গেট থেকে একই আসামিকে বারবার গ্রেপ্তার করার ঘটনায় ফেনীর জেল সুপারকে তলব করেছেন আদালত।
সোমবার ২৮শে জুলাই ফেনী সদর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ এ আদেশ দিয়েছেন
জানা যায়, একজন আসামি সুফিয়ান ১৯ এপ্রিল গ্রেপ্তার হন। পরে ২৪ জুন তিনি দায়রা আদালত থেকে জামিনে মুক্তি লাভ করলে, ২৫ জুন জেল গেট থেকে তাকে পুনরায় আরেকটি মামলায় গ্রেপ্তার করা হয়। ওই মামলায় ২ জুলাই জামিনে মুক্তি পাওয়ার পর, ৩ জুলাই তিনি কারাগার থেকে বের হওয়ার সময় জেল গেট থেকে আবারও গ্রেপ্তার হন। এরপর ২৭ জুলাই জামিনে মুক্তি পাওয়ার পর শহরের হাসপাতাল মোড় থেকে তাকে আটক করে নতুন আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আসামিপক্ষের আইনজীবী অভিযোগ করেন, আসামির জামিননামা জেলা কারাগারে পৌঁছানোর পর জেল সুপার আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকা সত্ত্বেও তাৎক্ষণিক মুক্তি না দিয়ে থানা পুলিশ, ডিবি পুলিশ এবং ডিএসবি পুলিশকে ফোন করে জেল গেট থেকে পুনরায় গ্রেপ্তারের ব্যবস্থা করেন।
একই ব্যক্তিকে আদালত থেকে জামিন নেওয়ার পর বারবার জেল গেট থেকে নতুন মামলায় গ্রেপ্তারের ঘটনাকে উদ্বেগজনক, বেআইনি, অসাংবিধানিক, একজন মানুষের মৌলিক অধিকার পরিপন্থী এবং পেশাগত অসদাচরণ হিসেবে উল্লেখ করেছে আদালত।
আদালতের ফরওয়ার্ডিংয়ে বলা হয়, উদ্বেগের সঙ্গে আদালত লক্ষ্য করছে যে আসামিসহ সম্প্রতি বহু ব্যক্তি জামিনে মুক্তি পাওয়ার পর কোনো যৌক্তিক কারণ ছাড়াই জেলখানার প্রধান গেট থেকে আটক হচ্ছেন, যার দায়ভার সম্পূর্ণভাবে জেল সুপারের ওপর বর্তায়।
এই প্রেক্ষিতে, কেন এই বেআইনি কাজের দায়ভার জেল সুপারের ওপর বর্তাবে না এবং কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না—এই মর্মে আগামী ৩১ জুলাই সকাল ১১টায় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে ফেনী জেলা কারাগারের জেল সুপারকে। প্রয়োজন হলে আদালত কর্তৃক উত্থাপিত সম্ভাব্য প্রশ্নের উত্তর দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এ বিষয়ে ফেনী কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, ‘জেল গেট থেকে একই ব্যক্তিকে বারবার গ্রেপ্তারের ঘটনায় আদালতের তলবের কথা মৌখিকভাবে শুনেছি, তবে এখনো আদেশের কপি দেখিনি।’
এদিকে, ফেনী জেলা কারাগারের জেল সুপার মো. আবদুল জলিল বলেন, ‘আদালতের আদেশের কথা শুনেছি। আদালত যেকোনো সময় আমাদের তলব করতে পারেন। আমি কোনো আসামিকে জেল গেট থেকে গ্রেপ্তারের ব্যবস্থা করিনি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর সঙ্গে আমি জড়িত নই।’
তবে আদেশের বিষয়ে সত্যতা যাচাই করতে ফেনীর আদালতের কয়েকজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট