1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

বৃত্তি পরীক্ষায় বৈষম্য কেন সবার জন্য হোক সমান অধিকার

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

বৃত্তি পরীক্ষায় বৈষম্য কেন
সবার জন্য হোক সমান অধিকার

রিপন সরকার
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাংলাদেশ কিন্ডারগার্ডেন ঐক্য পরিষদ (বিকপ)-এর উদ্যোগে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ জুলাই ২০২৫, বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন কিন্ডারগার্ডেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “১৭ জুলাই ২০২৫ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে পরিপত্র জারি করা হয়েছে, তাতে দেখা যায় কিন্ডারগার্ডেন ও সমমানের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এটি সম্পূর্ণ অযৌক্তিক, বৈষম্যমূলক ও শিক্ষা-বান্ধব নীতির পরিপন্থী।”

তারা আরও বলেন, “সরকারি-বেসরকারি বিভাজন না করে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। আমরা জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এ বৈষম্যমূলক পরিপত্র বাতিল করে কিন্ডারগার্ডেন ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে।”

মানববন্ধনের আয়োজন করে: একুশে একাডেমি, এবং এতে বিপুলসংখ্যক অভিভাবক ও শিক্ষার্থী অংশ নেন।

ছবি সংযুক্ত
৩০ /০৭/২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট