1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ফেনী শহরের টাউন সার্ভিস বাস পুনরায় পুরোদমে চালুর দাবি- বগুড়ায় সোনাতলায় বাঙালি নদীতে ভাসমান অবস্থায় একজন অজ্ঞাতনামা পুরুষর লা,শ উদ্ধা,র জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার ১৪ ও ১৫ নং ইউনিয়নের কমিটি গঠন সম্পন্ন – আ,সামী,দের দ্রুত গ্রে,প্তা,রের দাবিতে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন। মুকসুদপুরে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ মুকসুদপুরে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার বিতরণ নগরকান্দায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ মেধাবীদের পথচলায় ছাত্রশিবির সব সময় পাশে থাকবে।। ছাতকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম ইউরোপ পাঠানোর নাম করে এক কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক চক্র দেশে ত্যাগেরের চেষ্টায় আনন্দমোহন কলেজের নতুন ভবনের লিফট ছিঁড়ে পড়ে আহত শিক্ষার্থী, উদ্বোধনের ক’দিনের মধ্যেই দু,র্ঘ,ট,না

সাংবাদিক নাদিম হত্যা: চেয়ারম্যান পদ ফিরে পেলেন প্রধান আসামি

মোঃ আজাদ হোসেন নিপুঃ জামালপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

মোঃ আজাদ হোসেন নিপুঃ জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু পুনরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ফিরে পেয়েছেন। এই ঘটনায় জেলা জুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) এ. কে. এম. আব্দুল্লাহ-বিন-রশিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান,

মাহমুদুল আলম বাবুকে আগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। তবে ১৯ ফেব্রুয়ারি হাইকোর্ট এক আদেশে বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে। সেই অনুযায়ী মন্ত্রণালয় থেকে তার পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশনা আসে।”

এরপর গত সোমবার (২৮ জুলাই) বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পুনরায় চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়।

২০২৩ সালের ১৪ জুন পেশাগত দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিক নাদিম সন্ত্রাসী হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় পরদিন (১৫ জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে চেয়ারম্যান বাবুকে আটক করে কারাগারে পাঠানো হয়।

কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে তিনি হাইকোর্টে রিট করলে আদালত চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি বরখাস্ত আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন। সেই ছয় মাসের মেয়াদ আগামী ১৯ আগস্ট শেষ হবে। অর্থাৎ, তিনি আর মাত্র ২০ দিন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল রহমান বলেন,

ইউএনও অফিস থেকআমরা একটি চিঠি পেয়েছি, যেখানে চেয়ারম্যান বাবুর পদ ফিরে পাওয়ার কথা বলা হয়েছে। তবে তাকে এলাকায় দেখা যায় না, তিনি হয়তো বকশীগঞ্জ শহরেই থাকছেন।”

একজন হত্যা মামলার প্রধান আসামিকে পুনরায় এমন একটি গুরুত্বপূর্ণ পদে ফিরিয়ে দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ন্যায়বিচার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই বলছেন, মামলা চলমান অবস্থায় চেয়ারম্যান পদে বহাল থাকার সুযোগ পাওয়া প্রশাসনিক শিষ্টাচার ও নৈতিকতার পরিপন্থী।

এ নিয়ে সাংবাদিক ও নাগরিক সমাজের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবির পাশাপাশি এমন সিদ্ধান্ত পুনঃবিবেচনার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট