১৬০ পিচ ইয়া,বা,সহ মাদ,ক ব্যবসায়ী গ্রেফ,তার
সাখাওয়াহাসান বিজয়
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
দুর্গাপুরে ১৬০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহী দুর্গাপুরে বখতিয়ার পুরের মো: সোহেল রানা পিতা মৃত মেছের সরকারের ছেলেকে ১৬০ পিচ ইয়াবাসহ সহ আটক করেন রাজশাহী র্যাব-৫
গত ২৭ জুলাই রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর নায়েব সুবেদার মো: লাভলুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলা বখতিয়ারপুর কানপারার মাঝামাঝি বটতলা বিৎদুত অফিসের সামনে পাকা রাস্তার উপরে চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহেল অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের সময় র্যাব-৫ এর উপস্থিতি টের পেয়ে পালানোর চেস্টা কালে বখতিয়ারপুর
মো: সোহেল রানা শরীর র্যাব তল্লাশী করে শাটের পকেট থেকে ১৬০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
আসামী উদ্ধারকৃত আলামতসহ দুর্গাপুর থানায় একটি এজাহার দায়ের করেন।