শ্রীমঙ্গলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠিত
আবদাল মিয়া,, মৌলভীবাজার জেলা প্রতিনিধি
শ্রীমঙ্গলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সারাদেশের সাথে এক যোগে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা সমাজ সেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের পরিচালনায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো.ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সিনথিয়া শারমিন,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়াকুব আলী,পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন,উপজেলা জামাতে ইসলামের আমির মো.ইসমাইল হোসেন,সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল,শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ,ফ,ম আব্দুল হাই ডন,জুলাই আন্দোলনের আহত যুদ্ধা,বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী,শিক্ষকবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ঢাকা থেকে জুলাই শহীদদের রুহের মাগফিরাতে মুনাজাত করা হয়। পরে হল রুমে উম্মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন বক্তাবৃন্দ।