রাজশাহীতে পারিবারিক কলহে বড় ভাই নিহ*ত, ছোট ভাই আ*হত
মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর পবা উপজেলায় পারিবারিক কলহের জেরে হাঁসুয়া ও চাপাতির কোপে আমিরুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছোট ভাই গোলাম আজম (৩০) আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলিমগঞ্জ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম এবং আহত গোলাম আজম দুজনই সিরাজুল ইসলামের ছেলে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই ভাইকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গোলাম আজমকে ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং তাঁর পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নিহত আমিরুলের শরীরের বিভিন্ন স্থানেও হাঁসুয়া ও চাপাতির গুরুতর আঘাত ছিল।
রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে যে এটি ভাইদের মধ্যে মারামারির ঘটনা। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং ওসি নিজেও বিস্তারিত জানতে ঘটনাস্থলে যাচ্ছেন। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।