1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিনা হাটা বিপ্লবী ফুটবল ক্লাবের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত বলিয়াদী জমিদার বাড়ী: ইতিহাসের পাতা থেকে আধুনিকতার দিকে” ধামইরহাটে সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ কাঠ ভারতে পাচারকালে বিজিবির হাতে আ*টক বিক্রি ভালো হলেও দাম কম, লোকসানে নৌকা ব্যবসায়ীরা জলবায়ু পরিবর্তনের করাল ছায়া: কক্সবাজার সমুদ্র সৈকতে ভয়াবহ ভাঙন কক্সবাজার হবে অর্থনৈতিক বিপ্লবের চালিকাশক্তি:- ৬ লেন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এখন সময়ের দাবি মৌলভীবাজারে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের নিয়ে কিওর-এর ফল উৎসব অনুষ্ঠিত শ্রীমঙ্গলে চা শ্রমিক পরিবারকে হাজি মুজিবের আর্থিক অনুদান বগুড়া কাহালুতে কারা*দণ্ডপ্রাপ্ত পলা*তক আসা*মি গ্রে*ফতার ফেনী সদর মমতাজ মিয়ার হাট আদর্শ ইসলামী পাঠাগারের কার্যালয়ে এক বিশেষ শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।

বিএনপির এক নেতার সমর্থকদের পেটালো আরেক নেতার সমর্থকেরা

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

বিএনপির এক নেতার সমর্থকদের পেটালো আরেক নেতার সমর্থকেরা

আঃ হালিম আতিক
টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে স্থানীয় প্রভাব বিস্তার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির এক নেতার সমর্থকদের পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে আরেক নেতার সমর্থকেরা। এতে গুরুত্বর আহত হয়ে টাঙ্গাইল হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজন। ২৩শে জুলাই বুধবার সন্ধায় উপজেলার সাগরদীঘি ইউনিয়নে এই ঘটনা ঘটে। জানা যায়, এলাকায় দলীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম সমর্থক এবং সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সাম্প্রতিক সময়ে উভয়পক্ষ পাল্টাপাল্টি ফেসবুকে স্ট্যাটাস এবং একাধিক মিটিং এর আয়োজন করে আক্রমানাত্তক বক্তব্য প্রদান করলে সেই উত্তেজনা বৃদ্ধি পায়। এরই জের ধরে বুধবার সন্ত্রাসী হামলার ঘটনায় কয়েকজনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটলো। হামলায় আহত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইউনিয়ন যুবদলের সাবেক নেতা মজিবুর রহমান মাসুম, আনোয়ার হোসেন (৪৫), হাফিজ উদ্দিন (৬২), নান্নু মিয়া (৫৫) প্রমুখ। তাঁরা সবাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলামের কর্মী ও সমর্থক। সন্ত্রাসী এ ঘটনায় স্থানীয় মৃত মকবুল হোসেনের ছেলে জালাল উদ্দিন মেম্বার (৫৫), মোফাজ্জল হোসেন (৩৮), আল মামুন (৩৩), জালাল উদ্দিনের ছেলে বিদ্যুৎ মিয়া (২৮), মোফাক হোসেনের ছেলে মুরাদ হোসেন (২৩), ছামাদের ছেলে জিয়াউর রহমান (৪২) সহ ১৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের বিরুদ্ধে ঘাটাইল থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁরা সবাই সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদের সমর্থক বলে জানা গেছে। স্থানীয়রা আরও জানায়, সাগরদীঘি ইউনিয়নের মালিরচালা গ্রামের দুলাল উদ্দিনের ছেলে মজিবুর রহমান মাসুম নিজেকে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দাবী করে গত ২১ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব আইডি থেকে প্রদত্ত একটি দীর্ঘ স্ট্যাটাসে স্থানীয় রাজনিতিক জালাল মেম্বারের নানামুখী সমালোচনা করেন। স্ট্যাটাসটিতে মাসুম লিখেন,“স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পর তার (জালাল মেম্বার) কিছু সুনামের কথা বলি। প্রথম সুনাম-সাগরদিঘী ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক এবং সাবেক মেম্বার খলিল ভাইকে তার বাসায় ডেকে নিয়ে মারধর। তারপর জোরদিঘির গোলাম মোস্তফাকে সাগরদিঘী চৌরাস্তায় ফেলে মারধর। তারপর হাতিমারার হালিম ভাই এবং তার ছেলের সাথে কি কারনে মাথা ফাটাফাটি হয়েছিল সেই ঘটনা কমবেশি সবাই জানে।“ তিনি লিখেন, “এই জালাল মেম্বার কয়েক মাস আগে আমাদের পার্শ্ববর্তী এলাকার একজনকে কু পরামর্শ দিয়ে আমার নামে মামলা করিয়েছে।“ এছাড়াও মাসুম ওই ফেসবুক স্ট্যাটাসে জালাল মেম্বারের নামোল্লেখ করে আরও নানান সমালোচনা করেন। এতে ক্ষিপ্ত হয়ে জালাল মেম্বারের অনুসারিরা একতরফাভাবে হামলা চালিয়ে তাদেরকে বেধড়ক পিটিয়ে মাথা, হাত ও পাঁজরে অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছে। আহত মজিবুর রহমান মাসুমের ভাই শহিদুল ইসলাম বলেন, সাগরদীঘি এলাকায় বুধবার বিকেলে একটি রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করলে সেখানে সন্ত্রাসী ও চাঁদাবাজ জালাল মেম্বারের নেতৃত্বে তার অনুসারিরা হামলা করে পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ বিষয়ে জালাল মেম্বার বলেন, ঘটনার সময় আমি জেলা সদর টাঙ্গাইলে ছিলাম। সেখান থেকে শুনতে পেরেছি সাগরদীঘিতে একটি মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমার কোন সম্পৃক্ততা নাই। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম বলেন, জালাল মেম্বারের ইন্ধনে সাগরদীঘিতে মারামারির ঘটনা ঘটেছে। এতে মাসুম সহ কয়েকজন আহত অবস্থায় চিকিৎসাধীন। আমরা এই ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেব। সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ সমর্থক একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাসুম সহ কয়েক বিএনপি সমর্থককে পিটিয়ে আহত করার ঘটনায় আমরা উদ্দিগ্ন। এছাড়া জালাল মেম্বারের বিরুদ্ধে ইতোপূর্বেও নানান অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা দলীয়ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। সাগরদীঘি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বলেন, মারামারির ঘটনায় আমাদের বিএনপির কোন লোকজন জড়িত নয়। যারা মারমারি করেছে তাদের বিএনপিতে কোন পদপদবীও নাই। তাঁরা নিজেদেরকে বিএনপির সমর্থক দাবী করে ব্যক্তি পর্যায়ের কোন নেতার সমর্থন ও ইন্ধনে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছি। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মীর মোশাররফ হোসেন (ওসি) বলেন, সাগরদীঘিতে একটি মারামারির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে জরুরী ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট