শহীদ স্মরণ সভায় জামাত আওয়ামীলীগ মিলেমিশে একাকার উপজেলা জুড়ে তোলপাড়
মনজুর আলম স্টাপ রিপোর্টার কক্সবাজার
শুক্রবার (২৫ জুলাই) বিকালে গজালিয়া প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শহীদ নুরুল আমীন স্মৃতি সংসদের উদ্যোগে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। কিন্তু এই অনুষ্ঠানে স্থানীয়ভাবে ‘ঈদগাহ উপজেলার ডেভিল’ নামে পরিচিত আওয়ামী লীগপন্থী দোসর আবু তৈয়ব চৌধুরী মঞ্চে অবস্থান নেন—যা অনেকের দৃষ্টিতে শহীদদের অবমাননার শামিল।
এ নিয়ে উপজেলা জুড়ে ক্ষোভ ও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।সাধারণ মানুষের প্রশ্ন তাহলে কি জামাত আওয়ামী লীগকে পূর্ণবাসন করতে চাই?এই স্মরণসভার প্রধান অতিথি কক্সবাজার সদর রামু ঈদগাহ ৩আসনের জামাত ইসলামীর মনোনীত পার্থী শহীদুল ইসলাম বাহাদুর!
স্মরণসভায় উপস্থিত অনেকেই প্রশ্ন তুলেছেন:
“যে সরকারকে স্বৈরাচার বলা হয়, তার সহযোগী কীভাবে শহীদদের স্মরণে আয়োজিত মঞ্চে উঠে?যা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কে প্রশ্নবিদ্ধ করে! বৈষম্য বিরোধী আন্দোলনের সহযোদ্ধাদের মাঝে বিভাজন সৃষ্টি করবে!
উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে অভিযানে একাধিক বিতর্কিত ব্যক্তি গ্রেপ্তার হলেও আবু তৈয়ব এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের মতে, “এই ধরনের লোকজনের জায়গা মঞ্চে নয়, বিচারকের কাঠগড়ায় হওয়া উচিত!