মোটবী ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা।
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি চট্টগ্রাম
মোটবী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে মোটবী ইউনিয়ন ছাত্রদল। বুধবার দুপুরে মোটবী উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ফেনী জেলা ছাত্রদলের সদস্য দেলোয়ার হোসেন।
মোটবী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামে এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু মনীন্দ্র কুমার নাথ। প্রধান বক্তা বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম মজুমদার। সংবর্ধনা অনুষ্ঠান শুভেচ্ছা বক্তব্য রাখেন মোটবী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া আক্তার।
সংবর্ধনা অনুষ্ঠান বক্তরা বলেন, মোটবী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের আমরা আজকে সংবর্ধনা দিচ্ছি ভবিষ্যতে শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুতি নিতে হবে যাতে এই স্কুলের ছাত্র ছাত্রীরা আগামীতে আরও ভালো ফলাফল করতে পারে।
অনুষ্ঠানের শেষে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের আগামীতে পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ঠিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন মোটবী ইউনিয়ন ছাত্রদল।