1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হরিনা হাটা বিপ্লবী ফুটবল ক্লাবের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত বলিয়াদী জমিদার বাড়ী: ইতিহাসের পাতা থেকে আধুনিকতার দিকে” ধামইরহাটে সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ কাঠ ভারতে পাচারকালে বিজিবির হাতে আ*টক বিক্রি ভালো হলেও দাম কম, লোকসানে নৌকা ব্যবসায়ীরা জলবায়ু পরিবর্তনের করাল ছায়া: কক্সবাজার সমুদ্র সৈকতে ভয়াবহ ভাঙন কক্সবাজার হবে অর্থনৈতিক বিপ্লবের চালিকাশক্তি:- ৬ লেন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এখন সময়ের দাবি মৌলভীবাজারে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের নিয়ে কিওর-এর ফল উৎসব অনুষ্ঠিত শ্রীমঙ্গলে চা শ্রমিক পরিবারকে হাজি মুজিবের আর্থিক অনুদান বগুড়া কাহালুতে কারা*দণ্ডপ্রাপ্ত পলা*তক আসা*মি গ্রে*ফতার ফেনী সদর মমতাজ মিয়ার হাট আদর্শ ইসলামী পাঠাগারের কার্যালয়ে এক বিশেষ শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ হাটে পটলের ব্যাপক আমদানী, দামও ভালো স্বস্তিতে কৃষক গণ

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

কালিগঞ্জ হাটে পটলের ব্যাপক আমদানী, দামও ভালো স্বস্তিতে কৃষক গণ

মো: এরশাদ আলী, স্টাফ রিপোর্টার, রাজশাহী।

রাজশাহী জেলার তানোর উপজেলাধীন তানোর পৌরসভার অর্ন্তভুক্ত অতি পুরনো অত্র এলাকার জনসাধারণের ঐতিহ্য বাহী এক হাটের নাম কালীগঞ্জ হাট। জানা যায় যে প্রতি শুক্রবার ও মঙ্গলবার ভোর থেকেই শুরু হয় এই হাট।ঐতিহ্য বাহী এই হাটে তানোর উপজেলার এবং মোহনপুর উপজেলার বিভিন্ন গ্রামের সর্ব স্তরের জনসাধারণ ও কৃষক গণ ভোর থেকেই আসেন বিভিন্ন পণ্য ক্রয়- বিক্রয় করার জন্য। উল্লেখ্য যে আজ সকালে অত্র বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায় যে পটলের ব্যাপক আমদানি হয়েছে। জানা যায় যে তানোর উপজেলার এবং মোহনপুর উপজেলার বিভিন্ন এলাকার কৃষক গণ নিজেদের কষ্টের ও হাড় ভাঙ্গা পরিশ্রমের বিনিময়ে উৎপাদিত পটল বিক্রি করতে নিয়ে এসেছেন। কৃষকদের আমদানি কৃত পটল ক্রয় করার জন্য রাজশাহী জেলা সহ বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ী গণ এসে ক্রয় করেন।

আজকের পটলের পাইকারি বাজার মূল্য জানা যায় প্রতি মন পটলের দাম সর্বোচ্চ ৯৫০- ১০০০ টাকা। লক্ষ করা যায় যে বাজারে প্রচুর পরিমাণে পটল অনেক কৃষক বিক্রি করার জন্য নিয়ে এসেছেন। সেই সাথে অনেক পাইকারি ব্যবসায়ি গণ এসেছেন পটল ক্রয় করার জন্য। পুরো পটল বাজারে দেখা যায় শুধু পটল আর পটল। দেখা যায় কেউ পটল দাম করছেন, কেউ পটল ওজন করছেন এবং কেউ আবার পটলের বস্তা ঢালছেন। পটলের পুরো বাজার শুধু মানুষ,পটল আর পটল ভর্তি বস্তায় ভরপুর দেখা যায় পুরো পটল বাজার। অন্যদিকে পটল বাজারে নিয়ে আসার জন্য অনেক ভ্যান গাড়ি, নসিমন ও ভুটভুটি গাড়ি লক্ষ করা যায়। সব মিলে অনেক ব্যস্ত দেখা যায় আজকের পুরো পটল বাজার। যেন কথা বলার সময় নাই ক্রেতা ও বিক্রেতাদের এমন দৃশ্য লক্ষ করা যায়। আজকে পটলের দাম একটু ভালো থাকায় খুশি ও আনন্দ প্রকাশ করেন কৃষক গণ। পটলের দাম যেন বরাবর ভালো থাকে এমন প্রত্যাশা ব্যত্ত করেন কৃষকরা।

এখানে উল্লেখ্য যে পাইকারী ব্যবসায়ী গণ পটল সহ বিভিন্ন সবজি এই কালিগঞ্জ হাট থেকে প্রতি সপ্তাহের শুক্রবার ও মঙ্গলবার সকালে কিনে ট্রাক ভর্তি করে ঢাকার কারওয়ান বাজার সহ দেশের বিভিন্ন বাজারে নিয়ে যান বিক্রি করার উদ্দেশ্যে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট