1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে ছাত্র জমিয়তের মিছিল অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের করনীয় শীর্ষক আলোচনা সভা ও জুলাই শহীদদের স্মরণে বানিয়াচং ছাত্র জমিয়তের দুআ মাহফিল অনুষ্ঠিত – সচেতনতা বৃদ্ধিতে জেলা পুলিশ বগুড়ার লিফলেট বিতরণ কর্মসূচিঃ আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে লেগুনা-সিএনজির মুখোমুখি সং*ঘর্ষে শিশুসহ নিহ*ত ২ শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল জাতের ধানের সম্প্রসারণ সম্পর্কিত প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত পরীক্ষা সুযোগ থেকে বঞ্চিত শিক্ষার্থীরা : কিন্ডারগার্টেন সোসাইটির মানববন্ধন ও স্মারকলিপি সিএমপি’র ডিবি পুলিশের অভি*যানে চোরা*ই সিএনজি উ*দ্ধার ও চোর চক্রের ২ সদস্য গ্রেফ*তার ঢাকার উত্তরা থেকে চট্টগ্রামের পলাতক আ*সামী হুমায়ন কবির গ্রেফ*তার প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থী থেকে ছাত্রনেতা, ছাত্রনেতা থেকে আইনজীবি হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-প্রধান প্রসিকিউটরের কার্যালয়ে আকিল বিন তালেব

রৌমারীতে গ্রামের ভাঙা রাস্তা মেরামতে ডা. আব্দুস সামাদের মানবিক উদ্যোগ

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

রৌমারীতে গ্রামের ভাঙা রাস্তা মেরামতে ডা. আব্দুস সামাদের মানবিক উদ্যোগ

এম এ ফারুকী জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নটান পাড়া গ্রামের স্বাস্থ্য কমপ্লেক্স এর উত্তর পাশে একটি গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। বর্ষার সময় তো এই দুর্ভোগ চরমে পৌঁছায়। অথচ, এই রাস্তা দিয়েই প্রতিদিন শত শত মানুষ, বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করে। যাতায়াতের ওই গ্রামের বাসিন্দাদের জন্য এই ভাঙা রাস্তা যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়। মঙ্গলবার ২২ জুলাই সরেজমিনে গিয়ে জানা যায় এসব তথ্য।

রাস্তাটি গ্রামের মধ্যবর্তি বসবাসরত মানুষের চলাচলের একমাত্র ভরসা। নটান পাড়া থেকে উপজেলা সদর বা আশেপাশের স্কুল, বাজার, স্বাস্থ্যকেন্দ্রে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য গ্রামবাসীর এই রাস্তাই একমাত্র ভরসা। দীর্ঘদিন রাস্তাটির কোনো সংস্কার না হওয়ায় মাঝখানে ভাঙন সৃষ্টি হয়। বর্ষার পানিতে রাস্তার বিভিন্ন অংশ দেবে গিয়ে কাদা-পানিতে ভরে যায়। অনেক জায়গায় বড় গর্ত হয়ে পড়ে, যা দুর্ঘটনার জন্য দায়ী হয়ে ওঠে।

স্কুলগামী শিক্ষার্থীদের দুর্ভোগ এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন স্কুলে যেতে গিয়ে কোমলমতি শিক্ষার্থীরা কাদায় পিছলে পড়ে যায়, কাপড়চোপড় নষ্ট হয়, অনেক বড় গর্তের কারনে অচল হয়ে পড়ে রাস্তটি। এমনকি অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার সময় মাঝপথে গর্তে আটকে যেতে হতো। মোটকথা, গ্রামের প্রায় প্রতিটি মানুষের জীবনে এই রাস্তা একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল।

মানবিক পদক্ষেপ এই অবস্থায় এগিয়ে আসেন রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আব্দুস সামাদ। তিনি তার ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব তত্ত্বাবধানে বস্তা ও মাটি ফেলে রাস্তাটির চলাচলের উপযোগী করে তোলেন। তার এই মানবিক উদ্যোগে মুহূর্তেই বদলে যায় এলাকার চিত্র। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে জানান, অনেক দিন পর নির্বিঘেœ চলাচল করতে পারছেন তারা।

স্থানীয় বাসিন্দা মো. মজনু মিয়া বলেন, এই রাস্তা দিয়ে বাচ্চারা স্কুলে যেতে কষ্ট হতো। ডা. সাহেব নিজের টাকায় মাটি ফেলে রাস্তা ঠিক করে দিয়েছেন, আমরা চির কৃতজ্ঞ। আরেকজন স্কুল শিক্ষার্থী রায়হান জানায়, আগে স্কুলে যেতে ভয় লাগতো, এখন আর ভয় লাগে না। রাস্তা ভালো হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আব্দুস সামাদ বলেন, আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে শুধু অফিসে বসে কাজ করলেই দায়িত্ব শেষ হয় না। সমাজের সমস্যাগুলো দেখলে সাধ্যমতো এগিয়ে আসাই আমাদের কর্তব্য। আমি চেষ্টা করেছি মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে। রাস্তা স্থায়ীভাবে সংস্কার করা জরুরি, সেটা প্রশাসনের পক্ষ থেকেই হওয়া উচিত।

এদিকে এলাকাবাসীর দাবি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রাস্তা এখন সাময়িকভাবে সচল হলেও দীর্ঘমেয়াদে এটি টেকসই নয়। তারা দ্রুত স্থায়ীভাবে রাস্তা সংস্কারের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট